• জলে ডুবে মৃত স্কুল পড়ুয়া, চাঞ্চল্য মালদায়
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গঙ্গায় ডুবে মৃত্যু হল এক স্কুল পড়ুয়ার। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় মালদার মানিকচকের পশ্চিম নারায়ণপুর এলাকায়। জানা গেছে মৃত নাবালিকার নাম খুশি মণ্ডল (১১)। নারায়ণপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির পড়ুয়া ছিল সে। বাবা কৃষ্ণ মণ্ডল পেশায় দিনমজুর। 

    জানা গেছে, বৃহস্পতিবার গ্ৰামের অনান্য বন্ধুদের সঙ্গে স্থানীয় গঙ্গা নদীতে স্নান করতে যায় খুশি। জলে নামতেই গভীর জলে তলিয়ে যায় সে। ঘটনাটি গ্রামবাসীদের নজরে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। এরপর উদ্ধারের কাজে ঝাঁপিয়ে পড়েন এলাকার বাসিন্দারা। প্রায় আধ ঘন্টার চেষ্টায় খুশিকে উদ্ধার করা সম্ভব হয়। তড়িঘড়ি মানিকচক গ্ৰামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক খুশিকে মৃত বলে ঘোষণা করেন। এই খবর পেয়ে মানিকচক থানার পুলিশ হাসপাতালে আসে। দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ এবং হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 
  • Link to this news (আজকাল)