আইএসসি পরীক্ষায় রাজ্যে দ্বিতীয় ও পঞ্চম স্থানে কোচবিহারের আত্রেয়ী-অনুষ্কা...
আজকাল | ০২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: আইএসসি-র পরীক্ষায় বড় সাফল্য। রাজ্যে মেধাতালিকায় উল্লেখযোগ্য জায়গা করে নিয়েছেন কোচবিহারের দুই কন্যা। কোচবিহারের সেন্ট মেরি স্কুলের ছাত্রী অনুষ্কা রায় ও আত্রেয়ী দত্ত। অনুষ্কা ৪০০ নম্বরের মধ্যে ৩৯৯ নম্বর পেয়ে রাজ্য মেধা তালিকায় দ্বিতীয় ও ৩৯৬ নম্বর পেয়ে আত্রেয়ী পঞ্চম স্থান অধিকার করেছেন।
সেন্ট মেরি স্কুল তথা কোচবিহার জেলা থেকে এই প্রথম আইসিএসই বোর্ডের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্য মেধা তালিকায় স্থান পেল। দুই কৃতীকেই কোচবিহার জেলা বিদ্যালয় পরিদর্শক (মাধ্যমিক) সমরচন্দ্র মণ্ডল মুখ্যমন্ত্রীর তরফে শুভেচ্ছা জানান। তিনি বলেন, ‘‘রাজ্যে জেলার ওই দুই ছাত্রী উল্লেখযোগ্য ফল করেছে। তাদের মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে।”
সেন্ট মেরি’ হাই স্কুল সূত্রে জানা গিয়েছে, আইএসসি-তে স্কুলের ৭০ জনের সবাই পাশ করেছে। আইএসসি পরীক্ষাতেও ১৩৬ জনের সবাই পাশ করেছে। অনুষ্কার বাবা আশিস রায় রেলকর্মী, মা শম্পা রায় গৃহবধূ। এদিন অনুষ্কা রায় বলেন, “আমি প্রশাসক হতে চাই। ইংরেজি অনার্স নিয়ে পড়ে পরে ইউপিএসসি পরীক্ষা দেব।” অন্যদিকে সেন্ট মেরি’জ় হাই স্কুলের অপর এক ছাত্রী আত্রেয়ী দত্ত পেয়েছেন ৯৯ শতাংশ নম্বর। তিনি রাজ্যের পঞ্চম স্থানে রয়েছেন। আত্রেয়ীর বাবা দীপেন দত্ত, মা পাপিয়া দত্ত দু’জনেই স্কুল শিক্ষক। আত্রেয়ী বলেন,‘‘আমি দিল্লি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে পড়তে চাই। ব্যাঙ্ক আধিকারিক হওয়ার ইচ্ছে রয়েছে।”
কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ দে ভৌমিক অনুষ্কা রায় ও আত্রেয়ী দত্তর বাড়িতে যান এবং শুভেচ্ছা জানান।