• বিজেপি বনাম বিজেপি, পশ্চিম মেদিনীপুরের রাস্তায় দুই গোষ্ঠীর মারপিট ...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: প্রকাশ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন বিজেপি কর্মীরা। পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি কার্যালয়ের সামনেই তাঁরা এই হাতাহাতিতে জড়িয়ে পড়েন। জেলা বিজেপি সূত্রে জানা গিয়েছে, প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের অনুগামী ও দলে দিলীপ বিরোধী গোষ্ঠীর লোকজনের মধ্যে এই গোলমাল হয়। 

    এদিন বিকেল তিনটে নাগাদ পশ্চিম মেদিনীপুরের বিজেপি জেলা সভাপতি সুমিত মণ্ডল সিপাহী বাজারে জেলা পার্টি অফিসে পৌঁছতেই তাঁকে ঘিরে তুমুল বিক্ষোভ শুরু হয়। প্রথমে কথা কাটাকাটি এবং এরপর হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা। মারামারিতে এক পক্ষের অপর পক্ষের দিকে কোমড়ের বেল্ট খুলে তেড়ে যাওয়ার মতো দৃশ্যও চোখে পড়েছে। বেশ কিছুক্ষন ধরে এই গোলমাল চলে। 

    গোটা বিষয়টি গেরুয়া শিবিরের অভ্যন্তরীণ গোলমাল হিসেবে দেখছে জেলা তৃণমূল। এবিষয়ে পশ্চিম মেদিনীপুরের তৃণমূলের সহ সভাপতি দেবাশিস চৌধুরী বলেন, 'দিলীপবাবু জগন্নাথ মন্দিরে যাওয়ার পর যে কথাগুলি সংবাদ মাধ্যমের সামনে বলেছেন সেই কথাগুলির উত্তর বিজেপি দিতে পারছে না। তাই প্রশ্নের উত্তর এড়িয়ে যাওয়ার জন্য এসব করানো হচ্ছে। আর এখান থেকেই বিজেপির যে অভ্যন্তরীণ দ্বন্দ্ব সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে।'
  • Link to this news (আজকাল)