• শুধু সি-ফেসিং নয়, হোটেল হতে হবে মন্দির-ফেসিং, দিঘায় তুঙ্গে চাহিদা ...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: পাল্টে গিয়েছে সময়। একটা সময় ছিল যখন দিঘায় সপ্তাহান্তে পর্যটকদের ভিড় দেখা যেত। কিন্তু বুধবার জগন্নাথধাম-এর উদ্বোধনের পর বদলে গিয়েছে সেই চিত্র। ফলে এখন শুধু রাজ্য থেকেই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকেই ব্যাপক হারে হোটেল বুকিং হচ্ছে বলে জানিয়েছেন হোটেল মালিক ও ব্যবসায়ীরা।

    সাধারণত দিঘায় এক থেকে দু'দিনের জন্য পর্যটকরা হোটেল বুকিং করতেন। বুধবারের পর থেকেই সেই বুকিংটা হচ্ছে তিন থেকে চারদিনের জন্য। অধিকাংশ পর্যটকই জগন্নাথধাম সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তাঁদের প্রশ্ন, ভিড় কেমন? কখন গেলে কম ভিড়ে মন্দির দর্শন হবে? কখন গেলে পুরো জায়গাটা ভালোমতো দেখা যাবে? 

    শনি,  রবি বা ছুটির দিনে কি আলাদা কোনো প্রভাব পড়তে পারে? হোটেল ব্যবসায়ীদের মতে, এখন এমন একটা পর্যায় চলছে যখন শনি, রবি বা আলাদা করে কিছু নেই। প্রতিদিনই ব্যাপক ভিড়। ইতিমধ্যেই অনেক হোটেলে চলতি মাসের বুকিং শেষ। যদিও কয়েকটি হোটেল মালিক মনে করছেন আপাতত ভিড় হলেও ভবিষ্যৎই বলতে পারবে পর্যটকদের এই চাপ কতদিন চলবে। 

    আরও একটি প্রশ্নের মুখোমুখি হচ্ছেন হোটেল মালিকরা। 'আপনার হোটেল কি মন্দির ফেসিং?' কার্যত এই ধরনের হোটেল সংখ্যায় খুব কম। অনেক পর্যটকই মন্দিরের সামনে থাকার সুযোগ না পেয়ে হতাশ। তবে সি ফেসিং হোটেলের চাহিদাও আছে। সমুদ্রের কাছে এসে যদি ঘর থেকে সমুদ্র দেখা যায় তবে সেটা তো উপরি পাওনা। 

    তবে হোটেল ভাড়ার ক্ষেত্রে কোনো এখনও পর্যন্ত কোনো পরিবর্তন নেই। আগে যে টাকায় ঘর বুক করা যেত এখনও সেই টাকাতেই ঘর পাওয়া যাচ্ছে বলে জানা গিয়েছে। প্রশাসন এই বিষয়ে সতর্ক। দর বাড়ানো হলে প্রশাসনের তরফে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও মিলেছে। 

    সব মিলিয়ে দিঘায় এখন পর্যটনের সোনালি মুহূর্ত বলেই মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা।
  • Link to this news (আজকাল)