বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কৃষক উকিল বর্মন, বাড়িতে খোঁজ নিতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি ...
আজকাল | ০২ মে ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশি দুষ্কৃতীদের হাতে অপহৃত কোচবিহারের কৃষক উকিল বর্মনের বাড়িতে গেলেন রাজ্য পুলিশের উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব। কোচবিহারের পশ্চিম শীতলকুচিতে আইজি রাজেশ কুমার যাদব ও পুলিশ সুপার দ্যুতিমান ভট্টাচার্য-সহ শীর্ষ পর্যায়ের পুলিশ আধিকারিকরা বৃহস্পতিবার উকিল বর্মনের বাড়িতে গিয়ে তাঁরা পরিবারের সদস্যদের আশ্বস্ত করেন।
প্রায় দু'সপ্তাহ কেটে গেলেও এখনও বাড়িতে ফেরেননি শীতলকুচির অপহৃত কৃষক৷ বিএসএফ ও বিজিবির মধ্যে বৃহস্পতিবার দুপুরে ফ্ল্যাগ মিটিং হলেও কোনও সমাধান সূত্র বের হয়নি বলেই জানা গিয়েছে। অপহৃত এই কৃষক এখনও বাংলাদেশ প্রশাসনের হেফাজতে।
কাঁটাতারের ওপারে জিরো খতিয়ানের জমিতে কাজ করতে যাওয়া কৃষক উকিল বর্মনকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে বাংলাদেশি দুষ্কৃতীদের বিরুদ্ধে। টানা ক'দিন বিজিবির সঙ্গে বিএসএফের ফ্ল্যাগ মিটিং হলেও উকিল বর্মনকে এখনও মুক্তি দেয়নি বাংলাদেশ৷ জানা গিয়েছে, কাঁটাতারের ওপার থেকে তুলে নিয়ে যাওয়া কৃষককে উদ্ধার করেছে বিজিবি। উকিলের স্ত্রী শোভা বর্মন জানান, তাঁদের সংসার কীভাবে চলবে তা তিনি বুঝতে পারছেন না। উত্তরবঙ্গের আইজি রাজেশ কুমার যাদব বলেন, বিএসএফ ও পুলিশ চেষ্টা করছে ওই কৃষককে ফেরাতে। তাঁরা একশোভাগ নিশ্চিত উকিল বর্মন দ্রুত বাড়ি ফিরবেন।