বাইরে প্রবল ঝড়। নিশ্চিত আশ্রয়ে ঘরের ভিতরে শুয়েছিলেন ৩০ বছরের যুবক। ঘরের টিনের চালে হঠাৎই ভেঙে পড়ে একটি গাছের ডাল। সেই ডাল টিনের চাল ভেদ করে গিয়ে পড়ে ওই যুবকের উপর। এর পর যখন করাত দিয়ে গাছ কেটে বের করা হয়, তখন নিথর দেহ উদ্ধার হয় গোবিন্দ বৈরাগী (৩০) নামে ওই যুবকের। বৃহস্পতিবার বারাসতের ইন্দিরা কলোনিতে এই ঘটনা ঘটে।
এ দিন বিকেলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। কলকাতা-সহ বিভিন্ন জেলায় ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে। রেল লাইনের উপরও গাছের ডাল ভেঙে বিপত্তি ঘটে। ঝড়ের সময়ে বারাসত ইন্দিরা কলোনিতে বাড়িতে শুয়ে ছিলেন গোবিন্দ। টিনের চালের ঘর তাঁদের। পাশেই বিশাল গাছ।
ঝড়ের দাপটে সেই গাছের যে শব্দ হচ্ছিল, বার বারই মনে হচ্ছিল এই বুঝি মাথায় ভেঙে পড়বে। আশেপাশের বাড়ির লোকজন সতর্কও ছিলেন। তবে হঠাৎই গোবিন্দদের ঘরের উপর একটি ডাল ভেঙে পড়ে।
একেবারে টিনের চাল ভেঙে গাছের ডাল গিয়ে তাঁর মাথায় পড়ে। স্থানীয় লোকজন ও পুলিশ এসে করাত দিয়ে গাছ কেটে ঘর থেকে বার করে হাসপাতালে নিয়ে যায়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এ দিন বারাসতের আদিবাসী পাড়ায়ও ৬টি ঘরের উপর গাছ ভেঙে পড়ার খবর এসেছে। যদিও হতাহতের কোনও খবর নেই। এলাকায় বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন করে পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলে।