স্বামী-স্ত্রী একসঙ্গে মাঠে কাজ করছিলেন। হঠাৎই চার দিক আলোয় সাদা আর ভয়ঙ্কর শব্দ। স্ত্রীর সামনে লুটিয়ে পড়লেন স্বামী। বৃহস্পতিবার বাজ পড়ে মৃত্যু হলো মেদিনীপুরের কেশিয়াড়ির এক বৃদ্ধের।
এ দিন সন্ধ্যায় হঠাৎই প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়। জেলার কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়। একই সঙ্গে বাজের ঝলকানিতে কানে তালা লাগার অবস্থা। সে সময় বিকেলে মাঠে কাজ করছিলেন রঘু মাহাতো (৭২), ভারতী মাহাতো (৬২)।
হঠাৎই বজ্রপাতে গুরুতর জখম হন স্বামী, স্ত্রী। তাঁদের উদ্ধার করে খাজরা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে রঘুকে মৃত বলে ঘোষণা করা হয়। স্ত্রী ভারতী বলেন, ‘বাজের আলোয় আমারও চোখ দৃষ্টিশূন্য হয়ে যায়। পরে কষ্ট করে উঠে দেখি আমার স্বামী আর উঠতে পারছে না। চিৎকার করে সকলকে ডাকি। আশেপাশের লোকজন এসে আমাদের হাসপাতালে নিয়ে যায়।’
ভারতীর মাথার সামনের চুলও পুড়ে গিয়েছে। কানেও আঘাত লেগেছে তাঁর। শুক্রবার খড়্গপুর মহকুমা হাসপাতালে রঘু মাহাতোর দেহের ময়নাতদন্ত করা হবে।
শুক্রবারও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়ায়। ৩ তারিখও পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে থাকবে ঝোড়ো হাওয়া।