• প্লাস্টিকে না ঢেকেই আবর্জনা বোঝাই ডাম্পার, লরি ছুটছে রাস্তায়, নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের
    বর্তমান | ০২ মে ২০২৫
  • বিশ্বজিৎ মাইতি, বরানগর: জঞ্জালের নগরীতে আগেই পরিনত হয়েছিল পানিহাটি। এবার আবর্জনা বহনের ট্রাক থেকে নাভিশ্বাস উঠছে বিটি রোডে যাতায়াত করা সাধারণ মানুষের। কারণ, আবর্জনা বোঝাই এইসব ট্রাক দ্রুত গতিতে রাস্তা দিয়ে ছুটছে। প্লাস্টিকের পেপার বা তারপোলিন দিয়ে আবর্জনা ঢাঁকা দেওয়া নেই। ফলে বাতাসে তা রাস্তাতেই ছড়িয়ে পড়ছে। দুর্গন্ধ্যের পাশাপাশি পচা নোংরা-আবর্জনা পথচারীদের গায়ে এসে পড়ছে৷ পুরসভার তরফে, অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পানিহাটিতে ভাগাড় সমস্যা থাকায় গত দেড় বছর ধরে মানুষের নাভিশ্বাস উঠছে। বিটি রোডের দুই দিকে অস্থায়ী ভাবে আবর্জনা এনে ফেলছে পুরসভা। সেখান থেকে ডাম্পারে করে আবর্জনা ধাপায় পাঠানো হচ্ছে। কিন্তু কেএমডিএর ডাম্পার কোনও সময় কম এলে ওইসব আবর্জনা ডাঁই হয়ে থাকছে। ফলে তীব্র দুর্গন্ধ্যে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের। তবে কেএমডিএর ডাম্পারে পানিহাটিতে থেকে ধাপায় আবর্জনা নিয়ে যাওয়ার সময় তা প্লাস্টিক দিয়ে ঢাঁকা হয়। কিন্তু শহরের বিভিন্ন জায়গা ও অলিগলির জমে থাকা আবর্জনা পুরসভার ডাম্পার, লরি, ট্রাক্টরে চাপিয়ে বিটি রোডের ধারে এনে ফেলা হয়। ওইসব আবর্জনা নিয়ে আসার সময় তা প্লাস্টিক দিয়ে ঢাঁকা হচ্ছেনা। ফলে তা নিয়ে আসার সময় রাস্তার দুই দিকে ছড়িয়ে পড়ছে। আবর্জনা উড়ে এসে পড়ছে পথচারীদের গায়। ভুক্তভোগী পথচারী কুন্তল দত্ত, স্বরূপ দাস বলেন, পুরসভার ময়লা বোঝাই গাড়ি রাস্তায় দেখলেই আমরা দাঁড়িয়ে যাই। ওই গাড়ি পাস হয়ে যাওয়ার পর মিনিট পাঁচেক অপেক্ষা করে তবেই রাস্তায় বের হই। এদের ন্যূনতম কোনও বোধবুদ্ধি নেই। অফিস যাওয়ার সময় তীব্র সমস্যা হয়। পুরসভার চেয়ারম্যান সোমনাথ দে বলেন, এমন হওয়ার কথা নয়। অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হবে। কারোর গাফিলতি থাকলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
  • Link to this news (বর্তমান)