• স্বামী ছাড়াই বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ০২ মে ২০২৫
  • স্বামী ছাড়াই বাড়ি ফিরলেন বিএসএফ জওয়ান পূর্ণমের স্ত্রী। পাক রেঞ্জারদের হেফাজতে থাকা সীমান্তরক্ষী বাহিনীর কনস্টেবল পূর্ণমকুমার সাউ কবে ছাড়া পাবেন, সেবিষয়ে এখনও কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। বিএসএফ কর্তাদের আশ্বাস নিয়ে বৃহস্পতিবার পাঠানকোট থেকে ঘরে ফিরেছেন তাঁর অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী সাউ।

    জানা গিয়েছে, পঠানকোটে বিএসএফ আধিকারিক ও ২৪ নম্বর ব্যাটেলিয়ানের কমান্ডিং অফিসারের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার বাড়ি ফিরেছেন রজনী এবং তাঁর পরিবারের সদস্যরা। বিএসএফ কর্তারা বলেছেন, ভয়ের কোনও কারণ নেই। তাঁরা মুক্তির ব্যাপারে আশাবাদী। তাঁরা ধৈর্য ধরতে বলেছেন। তবে কত দিন অপেক্ষা করতে হবে, সেটা বলা হয়নি। বিএসএফ-এর ডিআইজি ও আইজির সঙ্গেও ফোনে কথা হয়েছে রজনীর। পূর্ণমের স্ত্রী জানান, তাঁর স্বামীকে ফিরিয়ে আনার জন্য বিএসএফ আধিকারিকরা সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পরিবারকেও মানসিকভাবে সমর্থন জুগিয়ে যাচ্ছেন তাঁরা।

    ওই বিএসএফ জওয়ানের স্ত্রী এদিন রিষড়ার বাড়িতে ফেরার পর জানিয়েছেন, দুই দেশের মধ্যে বার বার ফ্ল্যাগ মিটিং চলছে। কথা হচ্ছে পাকিস্তানের সঙ্গেও। কিন্তু অভিযোগ, ভারতীয় জওয়ানেরা এপার থেকে ফ্ল্যাগ নাড়ালেও পাকিস্তানের পক্ষ থেকে কোনও সদুত্তর পাওয়া যাচ্ছে না। যদি এক সপ্তাহের মধ্যে পূর্ণম না ফেরেন, তা হলে রজনীকে দিল্লি নিয়ে গিয়ে আইজির সঙ্গে কথা বলানো হবে বলেও আশ্বাস দিয়েছে বিএসএফ।

    প্রসঙ্গত গত ২২ এপ্রিল পহেলগামে নৃশংস হত্যালীলা চালায় জঙ্গিরা। পরের দিন ২৩ এপ্রিল ফিরোজপুর সীমান্তে পাহারায় ছিলেন বিএসএফ কনস্টেবল পূর্ণমকুমার সাউ। তিনি ২৪ নম্বর ব্যাটালিয়নের কনস্টেবল। এদিন ভুল করে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের সীমান্তে ঢুকে পড়েন।
    সেখানে একটি গাছের তলায় বসে বিশ্রাম নিচ্ছিলেন। সে সময় পাকিস্তানের রেঞ্জারস পূর্ণমকে বন্দি করে। এরপর থেকেই উৎকণ্ঠা বাড়ে বাংলার মানুষের। হুগলির রিষড়ার সুশীলাচন্দ্র আওয়ান রোডে পূর্ণমের বাড়ির সকলে চিন্তিত হয়ে পড়েন।

    এদিকে জওয়ানের স্ত্রী রজনী অন্তঃসত্ত্বা। স্ত্রী ছাড়াও বাড়িতে বৃদ্ধ বাবা মা ও তাঁর সাত বছরের একটি পুত্র সন্তান রয়েছে। এই পরিস্থিতিতে পূর্ণমকে ঘরে ফেরানোর আশায় গত সোমবার রজনী ও তাঁর পরিবারের সদস্যরা পাঠানকোটের উদ্দেশে রওনা দেন। ঘটনা প্রকাশ্যে আসার পর রবিবার পূর্ণমের রিষড়ার বাড়িতে যান বিএসএফ আধিকারিকরা। বিজেপি নেতা অর্জুন সিংহও বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ওই জওয়ানের বাবা ভোলানাথ সাউকে ফোনে কথা বলিয়ে দেন।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)