মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের দিন বদল, যেতে পারেন ৬ মে
দৈনিক স্টেটসম্যান | ০২ মে ২০২৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদ সফরের দিন পিছিয়ে গেল। আগামী ৫ মে’র পরিবর্তে ৬ মে নবাবের জেলায় যাবেন তিনি। সেখানে গিয়ে সামসেরগঞ্জের ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলবেন। সেই সঙ্গে একাধিক সরকারি প্রকল্পের ঘোষণা করবেন।
জানা গিয়েছে, এদিন সুতির ছাবঘাটি কে ডি বিদ্যালয়ের মাঠে একটি প্রশাসনিক সভা করবেন মুখ্যমন্ত্রী। সেখানে একগুচ্ছ সরকারি প্রকল্প ঘোষণার পাশাপাশি ওয়াকফ আন্দোলন নিয়ে অশান্তিতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্য করবেন তিনি। সূত্রের খবর, অশান্তির সময় নিহত এজাজ আহমেদের পরিবারকেও আর্থিক সাহায্য করবেন মমতা। তবে বিষয়টি নিয়ে সরকারিভাবে এখনও নিশ্চিত করা হয়নি।
প্রসঙ্গত কেন্দ্রের সংশোধিত ওয়াকফ আইন প্রত্যাহারের দাবিতে রাজ্যের অন্যান্য জেলার মতো মুর্শিদাবাদেও আন্দোলন শুরু হয়। এরপর সেখানে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনার সূত্রপাত ঘটে। বহিরাগত কিছু দুষ্কৃতী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর ভাঙচুর করে। আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে পার্শ্ববর্তী জেলা মালদহে এবং প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডে আশ্রয় নেন। অশান্তির জেরে তিনজনের মৃত্যুর ঘটনা ঘটে। নিরাপত্তার দায়িত্বে থাকা বিএসএফ-এর গুলিতে নিহত হয় নাবালক কিশোর এজাজ আহমেদ। অন্যদিকে একটি বাড়িতে হামলা চালিয়ে বাবা ও ছেলেকে কুপিয়ে হত্যা করে কয়েকজন দুষ্কৃতী।
এই ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। তিনি কেন এখনও ঘটনাস্থলে যাননি তা নিয়ে প্রশ্ন তোলে বিরোধীরা। যদিও মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, সঠিক সময়েই তিনি সেখানে যাবেন। তিনি মে মাসের প্রথম সপ্তাহে যাবেন বলে ইঙ্গিত দেন। অবশেষে মে দিবসে মুর্শিদাবাদ সফরের দিনক্ষণ ঘোষণা হয়। যদিও প্রথমে ৫ মে মুর্শিদাবাদ সফরের দিন ঘোষণা করা হলেও পরে সেটা পরিবর্তন করে ৬ মে করা হয়েছে বলে সূত্রের খবর।