পড়াশোনার প্রতি ভালোবাসা ছিল ছোট থেকেই। নিয়মিত কঠোর পরিশ্রম এবং অধ্যাবসায় এনে দিয়েছে এই সাফল্য। মাধ্যমিকে রাজ্যে প্রথম আদৃত সরকার জানাল, ‘মেধা তালিকায় থাকব ভেবেছিলাম, তবে প্রথম হব, আশা করিনি। খুবই ভালো লাগছে।'
আদৃত জানায়, ক্লাস টেনে ওঠার পর থেকেই পড়াশোনার প্রতি তার বিশেষ মনোযোগ ছিল। দিনে আট থেকে দশ ঘণ্টা পড়াশোনা চলত। আদৃতর প্রিয় বিষয় বায়োলজি। ভবিষ্যতে ডাক্তার হওয়ার ইচ্ছা রয়েছে তার। রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের পড়ুয়ারা প্রতি বছরই ভালো ফল করে। স্কুলের শিক্ষকদের সাহায্য এবং গাইডেন্স এত ভালো ফল করতে সাহায্য করেছে বলে জানিয়েছে আদৃত। সিলেবাসের পড়াশোনার বাইরে গল্পের বই পড়তে ভালো লাগে তার।
আগামী বছরের পরীক্ষার্থীদের জন্য আদৃত-র বার্তা, ‘বাঁধা ধরা নিয়মে পড়াশোনা করলে খুব একটা লাভ হয় না। সিলেবাস ধরে শুধু পড়াশোনা করলে হবে না। বছরের শুরু থেকেই পড়াশোনা করতে হবে। আমিও সেটাই করতাম। এই ভাবেই সাফল্য আসবে।'