গত কয়েক দিন ধরে বৃষ্টিতে ভিজছে কলকাতা-সহ একাধিক জেলা। সারাদিন মেঘলা আকাশ। দুপুরের পর থেকে ঝমঝমিয়ে নামছে বৃষ্টি। বৃহস্পতিবারও বঙ্গে ঝড়ের দাপটের সঙ্গে চলেছে ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত। তবে শুক্রবারও কি মহানগরী-সহ বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টি হবে? কেমন থাকবে উত্তর ও দক্ষিণবঙ্গের আবহাওয়া? কী বলছে আবহাওয়া দপ্তর?
পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও কলকাতায় ঝড়বৃষ্টি হবে। সন্ধ্যার দিকে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে দিনের তাপমাত্রায় তেমন পরিবর্তন না হলেও রাতের পারদ প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বৃহস্পতিবার রাতে পারদ অনেকটাই নেমে গিয়েছিল। জানা গিয়েছে, গত ১০ বছরে কলকাতায় মে মাসের নিরিখে বৃহস্পতিবারের রাত ছিল সবচেয়ে শীতলতম। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তাই আপাতত তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা নেই। মনোরম আবহাওয়াতেই কাটবে মে মাসের প্রথম সপ্তাহ।
শুক্রবার দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
শনিবার কেমন থাকবে আবহাওয়া
এ দিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
রবিবার কেমন থাকবে আবহাওয়া
রবিবার পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা বাদে দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি হওয়ার গতিবেগ থাকতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।
সোমবার কেমন থাকবে আবহাওয়া
এ দিন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে সোমবার দক্ষিণে আঞ্চলিকভাবে কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে।
সব মিলিয়ে মে মাসের প্রথম সপ্তাহে কলকাতা-সহ উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় মনোরম আবহাওয়াতে থাকবে। অসহ্য গরম থেকে কিছুটা হলেও স্বস্তি মিলবে বঙ্গবাসীর।