ব্যস্ত রাস্তায় গাড়ি চালানো শিখতে গিয়ে বিপত্তি। একটি স্কুটি ও চারচাকা গাড়ির মুখোমুখি সংঘর্ষে গুরুতর জখম এক। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে অশোকনগর থানার কচুয়া মোড় এলাকায়। আহত স্কুটি চালক নন্দিতা সিংহ। তাঁর বাড়ি অশোকনগরের মানিকতলা এলাকায়। চারচাকা গাড়ির চালক সঙ্গীতা ঘোষ রায় এবং তাঁর দাদা অর্কদীপ্ত রায়কে আটক করা হয়েছে। তাঁদের গাড়ির ধাক্কায় জখম হন নন্দিতা। তদন্ত শুরু করেছে অশোকনগর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, সঙ্গীতা চারচাকা গাড়ি চালানো শিখছিলেন। চালকের আসনের পাশে বসে ছিলেন তাঁর দাদা। সেই সময়ই উল্টোদিক থেকে আসা একটি স্কুটিতে ধাক্কা মারে চারচাকা গাড়িটি। ধাক্কা লাগার সঙ্গে সঙ্গে স্কুটিটি রাস্তার এক পাশে উল্টে যায়। স্কুটি থেকে ছিটকে পড়ে আহত হন নন্দিতা। দুর্ঘটনায় গুরুতর জখম হন তিনি। তাঁকে উদ্ধার করে অশোকনগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয় বলে খবর। নিয়ন্ত্রণ হারিয়েই এই দুর্ঘটনা বলে অনুমান প্রাথমিক তদন্তে।
এর পর স্কুটি এবং চারচাকা গাড়িটিকে ক্রেনের মাধ্যমে তুলে নিয়ে যায় অশোকনগর থানার পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
এক প্রতক্ষ্যদর্শী বলেন, ‘আমি চায়ের দোকানে বসে ছিলাম। হঠাৎ খুর জোরে একটি আওয়াজ হয়। তার পরই এক মহিলার চিৎকার শোনা যায়। আমরা সবাই দৌড়ে যাই। মহিলাকে উদ্ধার করে আমরা হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি।’