• Breaking News Live: শুক্রেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা কলকাতা-সহ একাধিক জেলায়
    এই সময় | ০২ মে ২০২৫
  • শুক্রবার সকাল ৯টা নাগাদ প্রকাশিত হবে চলতি বছরের মাধ্যমিকের ফলাফল। আজ আনুষ্ঠানিক ভাবে সেই ফলাফল ঘোষণা করবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। অনলাইনেও মাধ্যমিকের ফল জানতে পারবেন পড়ুয়ারা। পৌনে ১০টা থেকে ওয়েবসাইটগুলিতে ফলাফল জানা যাবে। WBBSE-এর অফিসিয়াল ওয়েবসাইট- wbbse.wb.gov.in এখানে রেজাল্ট দেখা যাবে। হোমপেজে মাধ্যমিক ২০২৫ ফলাফল রয়েছে। সেই লিঙ্কে ক্লিক করে সব তথ্য দিয়ে লগইন করে রেজাল্ট পাওয়া যাবে।

    বৃহস্পতিবার কলকাতা-সহ বৃষ্টিতে ভিজেছে একাধিক জেলা। আজও সন্ধ্যার দিকে কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই তিন জেলায়। এর পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

  • Link to this news (এই সময়)