• মেধাতালিকায় এবারও কলকাতাকে টেক্কা জেলার, মাধ্যমিকে প্রথম অদৃত সরকার...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ প্রকাশিত হল ২০২৫ সালের মাধ্যমিকের ফল। পাশের হার ৮৬.‌৫৭ শতাংশ। পরীক্ষা শেষের ৭০ দিনের মাথায় হল ফলপ্রকাশ। এবারও মেধাতালিকায় কলকাতাকে টেক্কা দিল জেলা। প্রথম দশে রয়েছে ৬৬ জন। তবে প্রথম হয়েছে একজনই।

    প্রথম হয়েছে অদৃত সরকার (রায়গঞ্জ করোনেশন হাইস্কুল)। প্রাপ্ত নম্বর ৬৯৬। দ্বিতীয় হয়েছে অনুভব বিশ্বাস (রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দির), সৌম্য পাল (‌বাঁকুড়া বিষ্ণুপুর হাইস্কুল)‌। প্রাপ্ত নম্বর ৬৯৪।

    তৃতীয় হয়েছে বাঁকুড়া কোতুলপুর হাইস্কুলের ঈশানী চক্রবর্তী। প্রাপ্ত নম্বর ৬৯৩। চতুর্থ হয়েছে মহম্মদ সেলিম ও সুপ্রতিক মান্না। দু’‌জনেই পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। প্রাপ্ত নম্বর ৬৯২। পঞ্চম সিঞ্চন নন্দী (গৌরহাটি হরদাস ইনস্টিটিউশন), চৌধুরী মহম্মদ আসিফ (কামারপুকুর রামকৃষ্ণ মিশন), বিশ্বজিৎ ঘোষ, সৌমিত্র করণ (নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন)। প্রাপ্ত নম্বর ৬৯১।

    ষষ্ঠ অঞ্চ দে (ফালাকাটা হাইস্কুল), রুদ্রনীল মান্না, অঙ্কন মণ্ডল, অভ্রদীপ মণ্ডল। প্রাপ্ত নম্বর ৬৯০। সপ্তম হয়েছে দেবার্ঘ্য দাস, অঙ্কন বসাক। প্রাপ্ত নম্বর ৬৮৯।

    অষ্টম হয়েছে অনির্বাণ দেবনাথ, সত্যম সাহা, আসিফ মেহবুব, মহম্মদ ইনজামুল হক, সৃজন প্রামাণিক, শুভ্র সিনহা মহাপাত্র, স্পন্দন মল্লিক, সৃজনী ঘোষ, কাকলী মণ্ডল, সৌপ্তিক মুখোপাধ্যায়, অবন্তিকা রায়। প্রাপ্ত নম্বর ৬৮৮।

    নবম হয়েছে দেবাঙ্গন দাস, মৃন্ময় বসাক, অনীক সরকার, নিশা ঘোষ, ময়ূখ বসু, অয়ন নাগ, অঙ্কুশ জানা, ঐশিক জানা, প্রজ্জ্বল দাস, অনীশ দাস। প্রাপ্ত নম্বর ৬৮৭।

    দশম হয়েছে হামিদা বানু, প্রিয়ম পাল, অদ্রিত হালদার, সন্ময় দাস, স্বাগতা সরকার, অয়ন্তিকা সামন্ত, সমন্বয় দাস, সোহম সাঁতরা, রাহুল দাস। প্রাপ্ত নম্বর ৬৮৬।

     
  • Link to this news (আজকাল)