• সন্ধ্যা নামতেই সদয় বরুণদেব, কলকাতায় ঝেঁপে বৃষ্টি, আগামী কয়েক ঘণ্টায় বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: গরমের অস্বস্তি থাকলেও ঝড়বৃষ্টির জেরে মাঝে মাঝেই স্বস্তি মিলবে এই মাসে। এমনটাই পূর্বাভাস দিয়েছিল মৌসম ভবন। মে মাসের প্রথম দিনেই সেই পূর্বাভাস মিলে গেল। বৃহস্পতিবার সন্ধ্যা নামতেই কলকাতা ও সংলগ্ন বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুত-সহ ঝেঁপে বৃষ্টি নামে। সঙ্গে ছিল ঝোড়ো হাওয়া।

    রাত বাড়তেই ফের বৃষ্টি হতে পারে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মহানগর কলকাতা ও দুই ২৪ পরগনায় আগামী কয়েক ঘন্টায় ৪০-৫০ কিমি বেগে ঝোড়ো হওয়ার সঙ্গে বজ্রবিদ্যুত-সহ বৃষ্টি পড়তে পারে।

    এ দিন কলকাতা, দুই ২৪ পরগনা ছাড়াও হুগলি, হাওড়াতেও প্রবল বেগে বৃষ্টি হয়েছে। গভীর রাতে এইসব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস।

    মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকভাবে মে মাসে ১-৩ দিন তাপপ্রবাহের স্পেল থাকে দেশজুড়ে। এবছর কমপক্ষে ১-৪ দিন তাপপ্রবাহের পরিস্থিতি জারি থাকতে পারে। বিশেষত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, পাঞ্জাব, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, গুজরাট, ওড়িশা, ছত্তিশগড়, মহারাষ্ট্র, তেলেঙ্গানায় তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশ খানিকটা বেশিই থাকবে‌। চলতি বছরে মে মাস জুড়ে রাজ্য রাজ্যে প্রবল ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যার জেরে তাপপ্রবাহের স্পেল টানা চলবে না। গতবছর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সহ কয়েকটি রাজ্যে তাপপ্রবাহ টানা ১০ থেকে ২০ দিন স্থায়ী হয়েছিল। এবার সেই সম্ভাবনা তুলনামূলক কম।  
  • Link to this news (আজকাল)