অয়ন ঘোষাল: সোমবার পর্যন্ত রাজ্যের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতায় বিগত ১০ বছরের মধ্যে গতকালের রাত ছিল মে মাসের শীতলতম রাত। আপাতত পারদ উত্থানের খুব বেশি আশঙ্কা নেই। মনোরম আবহাওয়ায় কাটবে মে মাসের প্রথম সপ্তাহ।
আজ ২ মে
দক্ষিণবঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে এই তিনটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
কাল ৩ মে
পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে থাকবে ঝোড়ো হাওয়া।
পরশু রবিবার ৪ মে
পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি এবং কলকাতা বাদে দক্ষিণের সমস্ত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। হওয়ার গতিবেগ ৩০ থেকে ৪০ কিলোমিটার হতে পারে।
সোমবার ৫ মে
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিনটি জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বাকি আর অন্যান্য জেলায় কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। সোমবার দক্ষিণে আঞ্চলিকভাবে কোথাও কোথাও খুব হালকা বৃষ্টি।
মঙ্গলবার ৬ মে
উত্তরবঙ্গের উপরের জেলায় মাঝারি বৃষ্টি। উত্তরের নীচের দিকের জেলায় সামান্য বৃষ্টি। দক্ষিণে সেইভাবে বৃষ্টির পূর্বাভাস নেই।
কলকাতা
মে মাসে পড়ে পাওয়া চোদ্দ আনা স্বস্তির পরিস্থিতি। দিন এবং রাতের পারদ স্বাভাবিকের নীচে। গতকাল পয়লা মে-র রাত বিগত ১০ বছরে কলকাতায় মে মাসের নিরিখে শীতলতম রাত ছিল। আজ দিনের তাপমাত্রায় লক্ষ্যণীয় উত্থান পতন না হলেও রাতের পারদ প্রায় ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। তবে সন্ধ্যার দিকে আজও কলকাতায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
পরিসংখ্যান
রাতের তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের তুলনায় প্রায় ৫ ডিগ্রি নেমে ২১.৩ ডিগ্রি। কাল দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় ৪ ডিগ্রি নেমে ৩২.২ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৩ থেকে ৯৬ শতাংশ। আলিপুরে গত ২৪ ঘণ্টায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। কলকাতায় উত্তর দিকে এবং বিধাননগর নিউটাউন কাঁকুরগাছি এলাকায় প্রায় ১৭ থেকে ২০ মিলিমিটার বৃষ্টি হয়েছে।