• ভুট্টা খেতে পড়ে রয়েছে লাল সুটকেস, কাছে এগোতেই স্থানীয়রা দেখলেন...
    এই সময় | ০২ মে ২০২৫
  • উত্তর দিনাজপুরের ইসলামপুর থানার সোনাখোদা বাইপাস এলাকার ভুট্টা খেতে সুটকেসবন্দি দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। শুক্রবার সকালে ওই এলাকা থেকে এক অজ্ঞাতপরিচয় পুরুষের মৃতদেহ উদ্ধার হয়। লাল রঙের একটি সুটকেসের ভেতর মৃতদেহ রয়েছে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পুলিশের সঙ্গে আসেন এক চিকিৎসকও। তিনি দেহটি পরীক্ষা করে দেখেন। পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। ঘটনার তদন্তও শুরু হয়েছে। তবে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে চাষিরা ভুট্টা খেতে কাজ করতে গিয়ে সেখানে একটি লাল রঙের সুটকেস পড়ে থাকতে দেখেন। কাছে এগিয়ে সুটকেস খুলতেই দেখেন, মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে পৌঁছয় ইসলামপুর থানার পুলিশ। দেহটি কার তা এখনও জানা যায়নি।

    প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, সম্ভবত ওই ব্যক্তিকে অন্য কোথাও খুন করে সুটকেসে ভরে ফেলে দেওয়া হয়। মৃতদেহের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে।

    মৃতদেহটি ইসলামপুর মর্গে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গ্রামবাসী অমিত পাল বলেন, ‘ঠিক কী হয়েছে তা এখনই বলতে পারছি না। ওই সুটকেসের মধ্যে থেকে দেহ পাওয়া যায়। পুলিশে খবর দেওয়া হয়েছে।’

  • Link to this news (এই সময়)