২০২৪ সালে সেরার শিরোপা হাতছাড়া হয়েছিল। ২০২৫-এ হৃত গৌরব পুনরুদ্ধার। মাধ্যমিক পরীক্ষায় পাশের হারে রাজ্যে ফের শীর্ষে পূর্ব মেদিনীপুর জেলা। এই জেলা থেকে পাশের হার ৯৬.৪৬ শতাংশ। এর পরে রয়েছে কালিম্পং, কলকাতা ও পশ্চিম মেদিনীপুর।
২০২৪ সালে পাশের হারের দিক থেকে দ্বিতীয় স্থানে চলে গিয়েছিল পূর্ব মেদিনীপুর। এ বছরে শুধু শীর্ষে যাওয়াই নয়, রাজ্যের মেধা তালিকায় পূর্ব মেদিনীপুর থেকে রয়েছে ৭ জন। মেধা তালিকায় আছে সুপ্রতীক মান্না (কাঁথি মডেল ইনস্টিটিউট) প্রাপ্ত নম্বর ৬৯২। নবম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের বিবেকানন্দ মিশন আশ্রম শিক্ষায়তনের ছাত্র দ্যুতিময় মণ্ডল এবং পূর্ব মেদিনীপুরের কাঁথি মডেল ইনস্টিটিউশনের ছাত্র ঐশিক জানা। দু'জনেরই প্রাপ্ত নম্বর ৬৮৭।
এর পরে ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থানে রয়েছে পূর্ব মেদিনীপুরের তমলুক হ্যামিলটন হাই স্কুলের ছাত্র সমন্বয় দাস, পূর্ব মেদিনীপুরের ধানআসরি কেসি হাইস্কুলের ছাত্র বিশ্রুত সামন্ত, পূর্ব মেদিনীপুরের পরমানন্দপুর জগন্নাথ ইনস্টিটিউশনের ছাত্র সায়ন বেজ এবং পূর্ব মেদিনীপুরের মহিষাদল রাজ হাই স্কুলের ছাত্র সোহম সাঁতরা।
চলতি বছরের মাধ্যমিকে পরীক্ষায় এই জেলা থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল মোট ৫৯,১০০ জন পরীক্ষার্থী। এই জেলায় ছেলেদের পাশের হার ৯৭.৫৬ এবং মেয়েদের পাশের হার ৯৬.০৫ শতাংশ।
পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষা সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ‘আমাদের জেলা বরাবরই শিক্ষার দিক থেকে এগিয়ে। প্রাথমিক শিক্ষাতেও আমরা এগিয়ে রয়েছি। আমাদের এখানে ছাত্র-ছাত্রী, শিক্ষিক-শিক্ষিকা, অভিভাবক, প্রশাসনের মধ্যে সমন্বয়ের পরিবেশ রয়েছে। সেই কারণেই আমরা এই সাফল্য পেয়ে আসছি।’