• সল্টলেক সেক্টর ৫-এ বিধ্বংসী আগুন, কালো ধোঁয়ায় ঢাকল আকাশ, ছড়িয়ে পড়ার আশঙ্কা!
    এই সময় | ০২ মে ২০২৫
  • ফের শহরে বিধ্বংসী অগ্নিকাণ্ড। শুক্রবার দুপুরে সল্টলেকের সেক্টর ৫-এ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। কালো ধোঁয়ায় গোটা এলাকা ছেয়ে গিয়েছে। একটি রাসায়নিক কারখানায় আগুন লেগেছে বলেই খবর। ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। দমকল মন্ত্রী সুজিত বসুও ঘটনাস্থলে গিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হচ্ছে বলে জানান তিনি। আশেপাশে বেশ কিছু অফিস রয়েছে। আগুন ছড়িয়ে পড়ারও আশঙ্কা করা হচ্ছে।

    জানা গিয়েছে, দুপুরে আচমকাই আগুন লেগে যায় ওই কারখানায়। আসে দমকল। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টাও করা হয়। এরপর হঠাৎ করেই বিস্ফোরণের শব্দ শোনা যায়। আগুন আরও ছড়িয়ে পড়তে থাকে। দমকলের সংখ্যা বাড়ানো হয়।কালো ধোঁয়া বাড়তে থাকে। ফলে এটা স্পষ্ট, আগুন নিয়ন্ত্রণে আনতে ভালোই বেগ পেতে হচ্ছে। যদিও দমকল কর্তারা দাবি করেছেন, আগুন ছড়িয়ে পড়ার আর তেমন আশঙ্কা নেই।



    মন্ত্রী বলেন, ‘কেমিক্যাল যেখানে থাকবে, সেখানে এমন কালো ধোঁয়া দেখা যাবেই। আগুনের উৎসের কাছাকাছি পৌঁছে পুরোটাই দ্রুত নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।’

    উল্লেখ্য, দু’দিন আগেই বড়বাজারের মেছুয়ার একটি হোটেলে আগুন লাগার ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। তার পরও চিনারপার্ক, লেকটাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রীর দাহ্য পদার্থ মজুত করা নিয়ে সকলকে সতর্ক থাকতে বলেছিলেন। তার মধ্যেই ফের এই ঘটনা।

  • Link to this news (এই সময়)