• ‘উড়তে’...নেই মানা! উদ্যোগপতি হওয়ার ‘স্বাধীনতা’ চায় মাধ্যমিকে দশম রাহুল
    এই সময় | ০২ মে ২০২৫
  • ‘কেউ হতে চায় ডাক্তার, কেউ বা ইঞ্জিনিয়ার’। বিজ্ঞানী বা আমলা হওয়ার স্বপ্নও দেখেন অনেকে। তবে, মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে দশম হওয়া রাহুল রিকতিয়াজ চাইছে ভিন্ন পথে হাঁটতে। তাঁর ইচ্ছে, উচ্চশিক্ষা শেষ করে উদ্যোগপতি হওয়ার।

    দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের ৪ নম্বর ওয়ার্ডের ছাত্র রাহুল রিকতিয়াজের প্রাপ্ত নম্বর তার ৬৮৮। কিন্তু এই সাফল্যেও সন্তুষ্ট নয় সে। রাহুলের নিজের বক্তব্য, ‘আরও ভালো রেজাল্ট করার আশা ছিল আমার।’ মজিলপুর জে এম ট্রেনিং স্কুলের ছাত্র রাহুল বরাবরই পড়াশোনায় ভালো। বাবা আব্দুল রাকিব মোল্লা স্থানীয় একটি স্কুলের বাংলার শিক্ষক। ছেলেকে অনেকটাই গাইড করেছেন তিনি। স্কুলে প্রতি ক্লাসেই প্রথম হয়েছে সে। এর আগেও ওই স্কুল থেকে প্রথম দশে স্থান পেয়েছিল এক ছাত্র। সেই ঘটনাই অনুপ্রেরণা দিয়েছিল রাহুলকে আরও বড় কিছু করার জন্য।

    তবে রাহুলের স্বপ্ন একেবারে আলাদা। ভবিষ্যতে সে চিকিৎসক বা ইঞ্জিনিয়ার হতে চায় না। তার লক্ষ্য একজন সফল উদ্যোগপতি হওয়া। কিন্তু কেন এমন ইচ্ছা? রাহুলের কথায়, দেশের অর্থনীতির হাল ফেরানোই তার প্রধান উদ্দেশ্য। নিজস্ব চিন্তা ও দৃষ্টিভঙ্গি নিয়ে ভবিষ্যতের পরিকল্পনায় বেশ দৃঢ় রাহুল। সেই পথেই নিজের পড়াশোনাকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প করেছে রাহুল।

    শুধু পড়াশোনাই নয়, রাহুল সমাজ ও দেশের পরিস্থিতি নিয়েও যথেষ্ট সচেতন। সাম্প্রতিক জঙ্গিহানা নিয়ে চিন্তিত সে। রাহুলের বক্তব্য, ‘আমরা শান্তির পক্ষে। আর যারা শান্তিকে বিকৃত করে, তারা মানবতার শত্রু।’ রাজ্যে শিক্ষকদের চাকরি হারানো নিয়েও নিজের মত প্রকাশ করেছে রাহুল। তার মতে, ‘সমাজে শিক্ষকের সম্মান সর্বোচ্চ হওয়া উচিত। যাঁরা ভবিষ্যতের প্রজন্ম তৈরি করেন, তাঁদের প্রতি আরও সম্মান জানানো দরকার।’

  • Link to this news (এই সময়)