• ফল বেরনোর পর থেকেই মনমরা! মেদিনীপুরে আত্মঘাতী মাধ্যমিক পরীক্ষার্থী
    এই সময় | ০২ মে ২০২৫
  • আশা ছিল মাধ্যমিক পরীক্ষার ফল ভালো হবে। রেজাল্ট বেরোনোর পর থেকেই মুষড়ে ছিল ঘাটালের ছাত্র ঋতম ঘোষ। শুক্রবার সকালে ঘাটালের গোপীনাথপুরের বাড়ি থেকে উদ্ধার হলো তার ঝুলন্ত দেহ। শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র ঋতমের আকস্মিক মৃত্যুতে পরিবার শোকে মুহ্যমান। স্তম্ভিত স্কুলের শিক্ষকরা।

    পুলিশ ও পরিবার সূত্রে খবর, শুক্রবার সকালে মাধ্যমিকের রেজাল্ট জানার পর থেকেই মনমরা হয়ে বসেছিল ঋতম। কারও সঙ্গে কথা বলছিল না। কিছুক্ষণ পরই সিলিং ফ্যান থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর দেওয়া হয় ঘাটাল থানায়। পুলিশ দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে।

    পরিবারের দাবি, ৭০০-র মধ্যে ৩৪৭ নম্বর পেয়েছে ঋতম। পাস মার্কস ২১০। সেই হিসেবে ৫০ শতাংশ নম্বর। তবে আরও ভালো রেজাল্ট করার আশা ছিল তার। শ্রীঅরবিন্দ বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক গৌতম জানা এখনও বুঝে উঠতে পারছেন না, কী হলো। তিনি বলছেন, ‘খবরটা পাওয়ার পর থেকে কিছুতেই মেনে নিতে পারছি না! অত্যন্ত ভদ্র, মিশুকে ও হাসিখুশি ছেলে ছিল। ৫০ শতাংশ নম্বর পেয়েছে। খুব একটা খারাপ তো নয়। তা সত্ত্বেও কেন যে এমন করল!’

    ওই গ্রামেরই বাসিন্দা অশোক মাইতি। ঘটনার কথা শুনে তিনি স্তম্ভিত। অশোক বলেন, ‘পরিবারের সকলেই খুব ভালো। ঋতমও খুব ভদ্র, নম্র স্বভাবের! মেনে নিতে পারছি না। জানি না, ওর বাবা-মা কীভাবে এই শোক সহ্য করবে!’

  • Link to this news (এই সময়)