• মাধ্যমিকে বাঁকুড়ার জয়জয়কার, মেধা তালিকায় কত জন?
    এই সময় | ০২ মে ২০২৫
  • ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে ২ মে, শুক্রবার। প্রতি বছরের মতো এ বছরেও মাধ্যমিকের মেধা তালিকায় এগিয়ে জেলার ছাত্রছাত্রীরা। এই বছর মাধ্যমিকের মেধা তালিকার প্রথম ১০-এ রয়েছে মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তার মধ্যে ১১ জনই বাঁকুড়ার।

    বাঁকুড়া থেকে মেধা তালিকায় আছে বিষ্ণুপুর হাই স্কুলের সৌম্য পাল। তার প্রাপ্ত নম্বর ৭০০-র মধ্যে ৬৯৪। সে ভবিষ্যতে ইঞ্জিনিয়ার হতে চায়। রাজ্যে মেধা তালিকায় তৃতীয় ঈশানী চক্রবর্ত্তী, সেও বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা। তার প্রাপ্ত নম্বর ৬৯৩। ভবিষ্যতে বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চায় কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ওই কৃতী ছাত্রী।

    মেধা তালিকায় ষষ্ঠ স্থানে আছে বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের ছাত্র জ্যোতি প্রসাদ চট্টোপাধ্যায়, প্রাপ্ত নম্বর ৬৯০। একই নম্বর পেয়ে যুগ্ম ভাবে ষষ্ঠ হয়েছে গোড়াশোল মুরুলীধর হাই স্কুলের ছাত্র রুদ্রনীল মানসাটা। বাঁকুড়ার বিবেকানন্দ শিক্ষা নিকেতন হাই স্কুলের ছাত্র অরিত্র দে। মাধ্যমিকে ৬৮৯ পেয়ে সপ্তম স্থান অধিকার করেছে সে। যুগ্ম ভাবে সপ্তম স্থানে রয়েছে মিশন গার্লস হাই স্কুলের দেবাদৃতা চক্রবর্তী।

    জানা গিয়েছে, মাধ্যমিকে বাঁকুড়ায় পাশের হার ৭৭.৭০ শতাংশ। তালডাংরার শিক্ষক ফাল্গুনী সিংহ বলেন, ‘প্রতি বছরই এই সাফল্য আসে। প্রতিটি ছাত্র-ছাত্রীর প্রতি শুভকামনা রইল।’

    বাঁকুড়া জেলা স্কুলের এক শিক্ষক ও শিক্ষারত্ন পুরস্কার প্রাপ্ত শিক্ষক রক্তিম মুখোপাধ্যায় বলেন, ‘এই ফলাফল যথেষ্ট ভালো। শিক্ষাক্ষেত্রে বাঁকুড়া এগিয়ে। আমরা গর্বিত।’

  • Link to this news (এই সময়)