আজকাল ওয়েবডেস্ক: অপ্রতাশিত হলেও পরীক্ষা ভাল হয়েছিল। রাজ্যে প্রথম হবে তা ভাবেইনি রায়গঞ্জের ছেলে। ফলপ্রকাশের পর রায়গঞ্জ করোনেশন উচ্চ বিদ্যালয়ের ছাত্র অদৃত সরকার রাজ্যে প্রথম। সাফল্যে খুশির হাওয়া পরিবার সহ রায়গঞ্জ এলাকায়। চলছে মিষ্টিমুখ পালা। অদৃতের কথায় ‘যখন পড়ার ইচ্ছে হত, তখন পড়াশোনা করতাম।’ তবে শিডিউল টাইম টেবিল মেনে পড়াশোনা না করলেও দিনে ৮–১০ ঘন্টা পড়াশোনা করত সে। এই সাফল্যের পিছনে তাঁর বাবা মা, বিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে গৃহ শিক্ষকদের অসামান্য অবদান রয়েছে বলে জানিয়েছে অদৃত। ১২ জন গৃহশিক্ষক ছিল তাঁর। মাধ্যমিকে সে পেয়েছে ৬৯৬।
মা–বাবার হাতে মিষ্টিমুখ করতে করতে অদৃত সরকার বলেছে, পড়াশোনার পাশাপাশি ক্যুইজ এবং সাহিত্য চর্চায় তাঁর আগ্রহ রয়েছে। কিন্তু পড়াশোনার জন্য বেশি সময় পেত না সে। ভবিষ্যতে মেডিক্যাল সায়েন্স নিয়ে পড়াশোনা করার ইচ্ছা অদৃতের। তবে জানিয়েছে, একাদশ–দ্বাদশ শ্রেণিতে পড়াকালীন যদি অন্য কোনও বিষয়ে আগ্রহ তৈরি তো সেইদিকেও যেতে পারে সে। নিজের স্কুল থেকেই উচ্চমাধ্যমিকের পড়াশোনা করবে বলে জানিয়েছে অদৃত। বিজ্ঞান বিভাগে।
ছেলের এই সাফল্যে খুশি অদৃতের বাবা এবং মা। একের পর ফোনে আসতে শুরু করেছে শুভেচ্ছা। সব মিলিয়ে এই মুহুর্তে চরম ব্যস্ততা অদৃতের বাড়িতে।