• এবছর মাধ্যমিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থান পেল বাঁকুড়ার সৌম্য এবং মালদার অনুভব...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: এবছর যুগ্মভাবে মাধ্যমিকে দ্বিতীয় স্থান অধিকার করল বাঁকুড়ার সৌম্য পাল এবং মালদার অনুভব বিশ্বাস। দু’‌জনের প্রাপ্ত নম্বর ৬৯৪। সৌম্য বাঁকুড়ার বিষ্ণুপুর হাইস্কুলের এবং অনুভব মালদার রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র। 

    জীবনের প্রথম বড় পরীক্ষার এই সাফল্যের পর সৌম্য জানায়, তার প্রতিটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষকের তত্ত্বাবধানে সে তৈরি হয়েছে। পরীক্ষার প্রস্তুতির জন্য দিনে গড়ে ১০ থেকে ১২ ঘন্টা পড়াশোনা করত বলে সে জানায়। টেস্ট পরীক্ষার তার প্রাপ্ত নম্বর ছিল ৬৮৭। লেখাপড়ার পাশাপাশি গান গাওয়া এবং ছবি আঁকা তাঁর শখ। 

    অন্যদিকে আরেক দ্বিতীয় স্থানাধিকারি অনুভব বিশ্বাস এই মুহূর্তে দিল্লিতে। তাঁর বাবা দিল্লিতে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। বাবা এবং পরিবারের অন্যান্যদের সঙ্গে সে এখন দিল্লিতে আছে। অনুভবের স্কুল রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ তপোহারানন্দ মহারাজ জানিয়েছেন, আগামী দু’‌বছর অনুভব দিল্লিতেই পড়াশোনা করবে। অনুভবের পাশাপাশি এবছর এই স্কুলের দুই ছাত্র সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা মাধ্যমিকে যুগ্মভাবে অষ্টম স্থান অধিকার করেছে। তাদের প্রাপ্ত নম্বর ৬৮৮।
  • Link to this news (আজকাল)