• মাধ্যমিকে তৃতীয়, মেয়েদের মধ্যে রাজ্যের সেরা ঈশানি চক্রবর্তী...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসীনি বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানি চক্রবর্তী এবারের মাধ্যমিকে রাজ্যে মেয়েদের মধ্যে প্রথম এবং সামগ্রিকভাবে তৃতীয় স্থান অধিকার করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ৬৯৩।

    নিজের এই সাফল্যের পেছনে মা–বাবা, বিদ্যালয়ের শিক্ষক এবং গৃহশিক্ষকদের অবদানের কথা অকপটে স্বীকার করে নিয়েছে ঈশানি। তবে বিশেষভাবে মা–বাবার অবদানের কথা সে আলাদা করে উল্লেখ করেছে। ভবিষ্যতে গবেষণাক্ষেত্রে কাজ করার ইচ্ছা রাখে এই মেধাবী ছাত্রী। পড়াশোনার জন্য নির্দিষ্ট কোনও সময় ঠিক না করে, প্রতিদিন নিজের পরিকল্পনা অনুযায়ী কোন কোন বিষয় পড়বে তা ঠিক করেই পড়ত ঈশানি। 

    ছোট ভাইবোনদের উদ্দেশে ঈশানির পরামর্শ, ‘‌পাঠ্যবই খুঁটিয়ে পড়ো, ‘‌কনসেপ্ট’‌ পরিষ্কার রাখো এবং প্রশ্নে যা জিজ্ঞেস করা হয়েছে সেই অনুযায়ীই উত্তর দাও।’‌ ঈশানির মা সোনালী চক্রবর্তী জানান, ‘‌শিক্ষকরা যা বলেছেন, সেই অনুযায়ী ও পরিশ্রম করেছে। ওর এই ফলাফল আমাদের অত্যন্ত আনন্দিত করেছে।’‌ প্রথমবারের জন্য রাজ্য সেরাদের মধ্যে একজন ছাত্রী জায়গা করে নেওয়ায় বিদ্যালয় কর্তৃপক্ষও ভীষণ আনন্দিত।

     ঈশানির বাবা হীরালাল চক্রবর্তী বলেন, ‘‌মেয়ের ফলাফলে আমরা গর্বিত। ওর ভবিষ্যৎ যেন আরও উজ্জ্বল হয়, সেই কামনা করি।’‌ 

    এই সাফল্য কেবল ঈশানির ব্যক্তিগত অর্জন নয়, বরং গোটা বিদ্যালয় ও জেলার গর্ব।

     
  • Link to this news (আজকাল)