• মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক, খাদ্যে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ প্রায় ২৫ জন কিশোর...
    আজকাল | ০২ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের আগের রাতে বন্ধুদের সঙ্গে পিকনিক করতে গিয়ে খাবারে বিষক্রিয়ায় গুরুতর অসুস্থ হয়ে পড়ল প্রায় ২৫ জন কিশোর। তাদের মধ্যে নয় জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদেরকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বড়ঞা থানার অন্তর্গত দেবগ্রামে। 

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে ওই মাধ্যমিক পরীক্ষার্থীরা পিকনিক করেন। এরপর ভোররাত থেকেই তারা অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ ছাত্রদেরকে প্রথমে গ্রামেই ডাক্তার দেখানো হলেও সেই চিকিৎসায় তাদের অবস্থার উন্নতি হয়নি। এরপর ভোর ৫টা নাগাদ নয় জন ছাত্রকে কান্দি মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়। 

    মিঠুন ঘোষ নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, 'গত দু'দিন ধরে আমাদের গ্রামে এবং আশেপাশে প্রচুর বৃষ্টি হওয়ার জন্য আবহাওয়া ঠান্ডা হয়ে রয়েছে। এর পাশাপাশি শুক্রবার সকালে মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হবে এই খুশিতে গ্রামের কয়েকজন মাধ্যমিক পরীক্ষার্থী নিজেরাই ছোট করে একটি পিকনিকের আয়োজন করেছিল।' নিতাই পাল নামে অসুস্থ এক ছাত্রের বাবা বলেন, 'বৃহস্পতিবার রাতে আমার ছেলে আরও কয়েকজন বন্ধুর সঙ্গে ডালপুরি আর তরকারি দিয়ে পিকনিকের আয়োজন করেছিল। সেই খাবার খেয়ে রাত ১টার পর থেকে তারা সকলে অসুস্থ হয়ে পড়ে।'

    তিনি বলেন, 'অসুস্থ ছাত্ররা প্রথমে বমি-পায়খানা করতে শুরু করে। পরে তাদের মুখ দিয়ে লালা পড়ছিল। ভোরবেলার পর থেকে তাদের সকলের শারীরিক অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না। প্রথমে সকলকে গ্রামেই ডাক্তার দেখানো হয় এবং সেখানে তাদেরকে ইঞ্জেকশনও দেওয়া হয়। কিন্তু গ্রামে চিকিৎসায় তাদের অবস্থার কোনও উন্নতি হয়নি। এরপর চিকিৎসকের পরামর্শে আমরা নয় জন ছাত্রকে কান্দি মহকুমা হাসপাতালে এনে ভর্তি করিয়েছি।'

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই খাবার খেয়ে গ্রামে মোট প্রায় ২৫ জন ছাত্র অসুস্থ হয়ে পড়লেও বাকি ১৬ জনের অবস্থা গুরুতর না হওয়ায় বাকিদেরকে বাড়িতে রেখে চিকিৎসা চলছে।  

    কান্দি মহকুমা হাসপাতালের এক চিকিৎসক জানিয়েছেন, প্রাথমিকভাবে তাদের অনুমান খাদ্যে বিষক্রিয়ার জন্য একসঙ্গে এতজন ছাত্র একই খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন।
  • Link to this news (আজকাল)