• 'গোটা রাত বিছানায় কাটিয়ে...' এবার এক BJP সাংসদকে টার্গেট দিলীপের
    আজ তক | ০২ মে ২০২৫
  • রাজ্য বিজেপির অন্দরে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ। দিঘায় জগন্নাথ মন্দির দর্শন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের পর পরই দলের নেতাদের তোপের মুখে পড়েছেন দিলীপ। বঙ্গ বিজেপির অন্যতম সফল সভাপতিকে নিশানা করেছেন দলেরই সাংসদ সৌমিত্র খাঁ। এবার বিষ্ণুপুরের সাংসদকে বেনজির আক্রমণ করলেন দিলীপ। বললেন, ' রোজ যে পার্টি পাল্টায়, বিছানা পাল্টায়, তাঁর কথার কী গুরুত্ব।'

    ঠিক কী বলেছেন দিলীপ?

    শুক্রবার সংবাদমাধ্যমে সৌমিত্রকে নিশানা করে দিলীপ বলেন, 'তার জীবনচরিত্র দেখুন। সে ক'টা পার্টি করেছে!গোটা রাত আপনার সঙ্গে বিছানায় কাটিয়ে সকালে গঙ্গাস্নান করে বলছে আমি সতী। এরকম অনেক নেতা আমাদের আছে। তাদের আমরা পুষে রেখেছি। কাল যদি বন্ধ করে দিই না, সব ওই দিকে লাইন লাগাবে।  দিলীপ ঘোষকে জ্ঞান দিতে আসবে না। রোজ যে পার্টি পাল্টায়, বিছানা পাল্টায়...।'

    বিষ্ণুপুরের বিজেপি সাংসদকে আক্রমণ করে দিলীপ আরও বলেছেন, 'সৌমিত্র খাঁ কে?ভিক্ষা করে এঁটো খেয়ে জীবন যাপন করেছেন। তাঁর কথার কী গুরুত্ব!'

    দিলীপের উদ্দেশে কী বলেছিলেন সৌমিত্র?

    মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের সাক্ষাতের পর সৌমিত্র শ্লেষের সুরে বলেছিলেন, 'ত্যাগী থেকে কীভাবে ভোগী হতে হয়, দিলীপবাবু তার আদর্শ নিদর্শন।'

    প্রসঙ্গত, দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে দিলীপের যোগদান এবং পরে মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর সাক্ষাৎ বিজেপির নেতারা একেবারেই ভাল চোখে দেখেননি। বৃহস্পতিবার কোলাঘাটে দিলীপের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। দিলীপের এহেন কাণ্ড দল সমর্থন করে না বলে মন্তব্য করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। 
  • Link to this news (আজ তক)