মাধ্যমিকে নবম স্থানে ছেলে অনিক, শুনেই আনন্দে চোখে জল বাবার
বর্তমান | ০২ মে ২০২৫
সংবাদদাতা, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট হাইস্কুলের অনিক সরকার ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকে নবম হয়েছে। অনিকের বাড়ি বালুরঘাট শহরের চকভৃগু এলাকায়। তার বাবা কমলেশ সরকার মুদির দোকান চালান। অনিকের শখ ক্রিকেট খেলা, ছবি আঁকানো ও তবলা বাজানো। সে ভবিষ্যতে সায়েন্স নিয়ে পড়াশোনা করতে চায়। এদিন ছেলের এমন অভূতপূর্ব রেজাল্ট শুনে চোখে জল চলে আসে অনিকের বাবার।তিনি বলেন, আমি ছোট একটি মুদির দোকান চালাই। খুব ভালো লাগছে এই রেজাল্টের খবরে। অনিকের মা আভা দেবী বলেন, আমার ছেলের স্বপ্ন ছিল ভালো রেজাল্ট করবে। ছোট থেকেই ভালো ও পড়াশোনায়। সব ক্লাসেই ফার্স্ট হত। আজকে এই রেজাল্টে খুব খুশি আমরা, ভালো লাগছে। এদিকে অনিক জানিয়ছেন, আমি ভেবেছিলাম, ভালো রেজাল্ট করব। তার জন্য অনেকটাই পরিশ্রম করেছি। পরিশ্রম করাটা আমার দায়িত্ব ও কর্তব্য। খুব ভালো লাগছে। আগামীতে সায়েন্স নিয়ে পড়ব। তবে ভবিষ্যতে কী হব, তা এখনও ঠিকই করিনি।