৯৫ হাজার কৃষককে ২০০ কোটি টাকা ঋণ, রাজ্যের সেরা জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক
বর্তমান | ০২ মে ২০২৫
নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ৯৫ হাজার কৃষককে প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়ে রাজ্যে সেরা হল জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। স্বভাবতই খুশি এই ব্যাঙ্কের চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী সহ কর্মী ও আধিকারিকরা। দেড় দশক আগে মৃতপ্রায় অবস্থায় থাকা এই সমবায় ব্যাঙ্ককে কৃষি ঋণ দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ শিখরে নিয়ে যাওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তাঁরা।জলপাইগুড়ি জেলার পাশাপাশি কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কৃষকদের মধ্যে এবার প্রায় ২০০ কোটি টাকা ঋণ দিয়েছে জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক। যা সর্বকালীন রেকর্ড। এজন্য রাজ্যে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে উত্তরবঙ্গের অন্যতম এই সমবায় ব্যাঙ্কটি। জলপাইগুড়ি কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কের এই সাফল্যে উচ্ছ্বসিত চেয়ারম্যান সৌরভ চক্রবর্তী বলেন, ২০২৪-২৫ অর্থবর্ষে লক্ষ্যমাত্রার তুলনায় কৃষকদের অনেক বেশি ঋণ দেওয়ার জন্য রাজ্যে সেরা হওয়ার নজির গড়তে পেরেছি আমরা। মূলত জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার কৃষকদের মধ্যে প্রায় ২০০ কোটি টাকা কৃষিঋণ বণ্টন করা হয়েছে।চার জেলায় কৃষকদের মধ্যে কৃষি ঋণ দেওয়ার জন্য আমাদের যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল, তার তুলনায় অনেক বেশি ঋণ বণ্টন করতে সক্ষম হয়েছি আমরা। সবমিলিয়ে অন্তত ৯৫ হাজার কৃষকদের মধ্যে প্রায় ২০০ কোটি টাকা ঋণ প্রদান করেছি। লক্ষ্যমাত্রার তুলনায় যা প্রায় ১১০ শতাংশ বেশি।