• মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম ও দশমস্থানে রায়গঞ্জ শহরের দুই ছাত্র সত্যম সাহা ও কৌস্তভ সরকার
    বর্তমান | ০২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: মাধ্যমিক পরীক্ষায় রাজ্যের মধ্যে অষ্টম ও দশমস্থান অধিকার করল উত্তর দিনাজপুরের রায়গঞ্জ শহরের আরও দুই ছাত্র। ৬৮৮ নম্বর পেয়ে অষ্টম হয়েছে সারদা বিদ্যামন্দির স্কুলের সত্যম সাহা ও ৬৮৬ নম্বর পেয়ে দশম স্থান পেয়েছে করোনেশন স্কুলের ছাত্র কৌস্তভ সরকার। মাধ্যমিকের ফল ঘোষণা হতেই দুই ছাত্রের বাড়িতে খুশির জোয়ার। পরিবার-পরিজন থেকে প্রতিবেশী সকলেই উচ্ছ্বসিত। খবর পেয়ে দু'জনের বাড়িতে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন স্কুলের শিক্ষক থেকে পাড়া-প্রতিবেশী সহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা। রায়গঞ্জ শহরের কলেজ পাড়ার বাসিন্দা কৌস্তভ। তার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, নাম মহাদেব সরকার। মা আইসিডিএস কর্মী। নাম বিথিকা সরকার। ছেলের এই সাফল্যে তিনি বলেন, কৌস্তভ ছোট থেকেই বই নিয়েই থাকে। ওর ইচ্ছা চিকিৎসক হওয়ার। পড়াশোনা ছাড়াও মোবাইলে গেম খেলতে ভালোবাসে সে। ডাক্তার হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে সত্যম সাহা চায় গবেষক হতে। তার ইচ্ছা অঙ্ক নিয়ে গবেষণা করতে। সত্যমের বাবা সোনা সাহা প্রাইমারি স্কুলের শিক্ষক ও মা মৌমিতা সাহা গৃহবধূ। তিনি জানিয়েছেন, ছেলেকে পড়াশোনার জন্য কখনও বলতে হয়নি। ও ইচ্ছে মতো নিজের সময় অনুযায়ী পড়াশোনা করত। তার ফলও পেয়েছে।
  • Link to this news (বর্তমান)