• গবেষণা করতে চায় মাধ্যমিকে তৃতীয়, বাঁকুড়ার কোতুলপুরের ঈশানী চক্রবর্তী
    বর্তমান | ০২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বিষ্ণুপুর: চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের পর দেখা গিয়েছে পাশের হারের নিরিখে এগিয়ে রয়েছে জেলা। এমনকী মেধাতালিকাতেও সবচেয়ে বেশি রয়েছে জেলার পরীক্ষার্থীরাই। এবারের মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় প্রথম স্থানে রয়েছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের আদৃত সরকার। তৃতীয় স্থানে রয়েছে মাধ্যমিকের তৃতীয় বাঁকুড়ার কোতুলপুর সরজবাসিনী গার্লস হাইস্কুলের ছাত্রী ঈশানী চক্রবর্তী।তার প্রাপ্ত নম্বর(৬৯৩)। ভবিষ্যতে সে গবেষক হতে চায়। গবেষণা করার লক্ষ্যই রয়েছে। ঈশানীর বাবা হীরালাল চক্রবর্তী ও মা সোনালি মণ্ডল। তাঁরা দু’জনেই কোতুলপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা। মেধাতালিকায় নাম থাকবে সেটা ভাবতেই পারেনি ঈশানী। এই ফলে খুবই খুশি সে। তার এই সাফল্যের পিছনে বাবা-মা, গৃহশিক্ষক ও স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের অবদান রয়েছে বলেই জানিয়েছে ঈশানী। ঘণ্টা ধরে নয়, সকালে উঠেই কোন দিন কোন বিষয় পড়তে হবে সেটা ঠিক করে নিত সে। তারপরে সেই বিষয়গুলি পড়তে যতক্ষণ সময় লাগত ততক্ষণ পড়াশোনা করত বলেই জানিয়েছে মাধ্যমিকে কৃতী ছাত্রী।  
  • Link to this news (বর্তমান)