• সেক্টর ফাইভের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন
    বর্তমান | ০২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ফের বিধ্বংসী আগুনের সাক্ষী শহর কলকাতা। এবার একেবারে খোদ অফিস পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়াল শহরে। আজ, শুক্রবার দুপুরে হঠাৎ করেই আগুন লাগে সল্টলেক সেক্টর ফাইভের ফিলিপ্স মোড়ের একটি রাসায়নিক কারখানায়। আগুন লাগার পরেই পরপর বিস্ফোরণের শব্দে এলাকা কেঁপে ওঠে। সচকিত হয়ে ওঠেন কর্মীরা।স্থানীয় সূত্রে খবর, অগ্নিকাণ্ডের সময় ওই কারখানায় প্রায় ২০০-২৫০ জন কর্মী ছিলেন। আগুনের তীব্রতা বাড়তেই তাঁরা দমকলে খবর দেন। দমকল সূত্রে জানানো হয়েছে, সব কর্মীকেই বাইরে বের করে আনা সম্ভব হয়েছে। আপাতত ৬টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।সূত্রের খবর, ওই কারখানাটিতে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। যার ফলে আগুনের ব্যাপকতা আরও বৃদ্ধি পায়। ঘটনাস্থলে গিয়ে দমকলমন্ত্রী সুজিত বসু জানান, "আগুন নিয়ন্ত্রণে আসতে একটু সময় লাগবে। ভিতরে দাহ্য পদার্থ থাকার ফলেই সমস্যা সৃষ্টি হয়েছে। জানা গিয়েছে, ভিতরে কোনও ব্যক্তি আটকে নেই।"প্রসঙ্গত, দিনকয়েক আগেই কলকাতার মেছুয়াবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। হোটেলে আগুন লাগার ঘটনায় দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবারও অগ্নিকাণ্ডের ঘটনায় শহরে চাঞ্চল্য ছড়িয়েছে।  
  • Link to this news (বর্তমান)