• বারাসতে কালবৈশাখীর জেরে গাছ ভেঙে পড়ায় মৃত যুবক, ক্ষতিগ্রস্ত একাধিক বাড়ি
    বর্তমান | ০২ মে ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: কালবৈশাখীর তাণ্ডবে গাছ চাপা পড়ে নিহত এক যুবক। পুলিস জানিয়েছে, মৃতের নাম গোবিন্দ বৈরাগী(৩০)। গতকাল, বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটে বারাসতের ইন্দিরা কলোনিতে। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল, বৃহস্পতিবার রাতে প্রবল ঝড়বৃষ্টির সময় ওই যুবক নিজের বাড়িতেই ঘুমাচ্ছিলেন। তখনই তাঁর বাড়ির উপর ভেঙে পড়ে একটি গাছ। স্থানীয় বাসিন্দারা গাছ কেটে ঘর থেকে তাঁকে বের করে বারাসত মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।সেখানেই চিকিৎসকরা ওই যুবককে মৃত বলে ঘোষণা করেন। এদিকে, বারাসতের আদিবাসী পাড়াতেও ঝড়ের দাপটে গাছ ভেঙে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কয়েকটি ঘর-বাড়ি। তবে হতাহতের কোনও খবর মেলেনি। উল্লেখ্য, গতকাল, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয় উত্তর ২৪ পরগনার বারাসত, মধ্যমগ্রাম, হাবড়া, বনগাঁ থেকে বসিরহাট সর্বত্রই। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় প্রায় ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে থাকে। ঝড়ের দাপটে জেলার একাধিক জায়গায় গাছ ভেঙে পড়ে। উপড়ে পড়ে বিদ্যুতের খুঁটিও। যার ফলে বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরু হয়। রাতেই বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)