• মাধ্যমিকে অষ্টম কলকাতার অবন্তিকা
    দৈনিক স্টেটসম্যান | ০২ মে ২০২৫
  • মাধ্যমিক পরীক্ষায় প্রকাশিত ৬৬ জনের মেধাতালিকায় কলকাতার অবন্তিকা রায়ের স্থান অষ্টম। লেকটাউনের অবন্তিকার হাত ধরে ‘কলকাতা’ অন্য জেলাগুলির সঙ্গে পাল্লা দিয়ে প্রথম দশ-এ স্থান পেয়েছে। মাধ্যমিকে তার প্রাপ্ত নম্বর ৬৮৮। রামকৃষ্ণ সারদা মিশন সিস্টার নিবেদিতা গার্লস স্কুলের ছাত্রী অবন্তিকা পরীক্ষায় ভালো ফলের আশা করেছিল। কিন্তু কলকাতা থেকে প্রথম হবে তা ভাবতে পারেনি।

    ছোটো থেকেই মেধাবী লেকটাউনের অবন্তিকা রায়। পড়াশুনো করতে সে ভালোবাসে। তবে কেবল পাঠ্য বই তার সর্বক্ষণের দোসর নয়। পড়ার ফাঁকে সময় বের করে বোনের সঙ্গে খেলাধুলো এবং গল্পের বই পড়ে সময় কাটাতেও তার ভালো লাগে। পরীক্ষার সময় দিনের ১০ ঘন্টা পড়লেও বাকি সময়ে সে নিজের মতোই কাটাত। ভবিষ্যতে তার স্বপ্ন ডাক্তার হওয়া। সে মানুষের সেবা করতে চায়। তার স্বপ্নের আকাশে ডানা মেলে উড়তে পাশে থাকবে তার মা। অবন্তিকার মা জানিয়েছেন, পরীক্ষার ফলপ্রকাশের আগে পর্যন্ত তিনি খুবই চিন্তা করছিলেন। তবে মেয়ের এতো ভালো রেজাল্টে নিঃসন্দেহে তিনি খুব খুশি। আগামী দিনে মেয়ের আরও সফলতা তিনি আশা করছেন।

    অবন্তিকাকে ভালো ফলাফল নিয়ে প্রশ্ন করলে সে জানায়, ভালো পরীক্ষা দেওয়ায় প্রথম থেকেই সে ভালো ফল আশা করেছিল। কিন্তু কলকাতার মধ্যে প্রথম হবে তা সে ভাবতে পারেনি। সব বিষয়ের মধ্যে ফিজিক্স তার পছন্দের বিষয়। এভাবেই ভবিষ্যতে সে আরও অনেক এগিয়ে যেতে চায়। জানা গিয়েছে, ফলাফল প্রকাশের পর স্থানীয় কাউন্সিলর বাড়ি এসে তাকে ফল মিষ্টি দিয়ে শুভেচ্ছা জনিয়েছেন। মন্ত্রী সুজিত বসুর সঙ্গে তার কথা হয়েছে। ভবিষ্যতে সুজিত বসু তাঁর গড়া হাসপাতালে অবন্তিকাকে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

    অন্যদিকে, মাধ্যমিকের ফলপ্রকাশের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এবং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন। সূত্রের খবর, এবারের মাধ্যমিকে গত বারের তুলনায় পাশের হার সামান্য বেড়েছে। এ বছর পাশের হার ৮৬.৫৬ শতাংশ। ভালো ফলাফলে সকল জেলাকে পিছনে ফেলে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)