• মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী
    দৈনিক স্টেটসম্যান | ০২ মে ২০২৫
  • মাধ্যমিক উত্তীর্ণদের অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘এবারের মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আমার আন্তরিক অভিনন্দন! আগামীদিনে তোমরা আরো সফল হবে – এই প্রত্যাশা আমি রাখি। তোমাদের জীবনের এই স্মরণীয় দিনে, আমি তোমাদের বাবা-মা, অভিভাবক-অভিভাবিকা এবং শিক্ষক-শিক্ষিকাদেরও আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। তাঁদের সমর্থন ও পথনির্দেশই তোমাদের এই সাফল্যকে সম্ভব করে তুলেছে।’

    যে সমস্ত পরীক্ষার্থীরা খুব একটা ভালো ফল করতে পারেননি, তাঁদের হতাশ না হওয়ার পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি লিখেছেন, ‘যারা আজ ভালো ফল করতে পারোনি তাদের বলব: হতাশ হয়ো না। চেষ্টা করো। আগামীদিনে সাফল্য আসবেই। তোমাদের সকলকে আরো একবার আমার প্রাণভরা আশীর্বাদ ও শুভকামনা জানাই। ভালো থেকো সকলে।’

    শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করে ফল ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। এবার পাশের হার ৮৬.৫৬ শতাংশ। এ বছরের মাধ্যমিক শুরু হয়েছিল গত ১০ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয় ২২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষের ৬৯ দিনের মাথায় ফল ঘোষণা করল মধ্যশিক্ষা পর্ষদ।

    পর্ষদ সভাপতি জানিয়েছেন, এ বছর মাধ্যমে প্রথম দশে আছে ৬৬ জন। তবে প্রথম হয়েছে এক জনই। ৬৯৬ পেয়ে প্রথম স্থান অধিকার করেছেন রায়গঞ্জের অদৃত সরকার। মাধ্যমিকে পাশের হারে শীর্ষে পূর্ব মেদিনীপুর। তার পর যথাক্রমে কালিম্পং, কলকাতা এবং পশ্চিম মেদিনীপুর রয়েছে।

    পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট www.wbbse.wb.gov.in থেকে রেজাল্ট জানা যাচ্ছে। এই ওয়েবসাইটে গিয়ে মাধ্যমিকের রেজাল্ট লেখা লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নির্দিষ্ট বক্সে মাধ্যমিকের রোল নম্বর এবং জন্মতারিখ দিতে হবে। তাহলেই সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট দেখা যাবে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)