• কলকাতার অতিরিক্ত গরমে অসুস্থ ঘোড়া, মালিকের বিরুদ্ধে ব্যবস্থা পুলিশের
    প্রতিদিন | ০২ মে ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিলোত্তমার রাস্তা আর ঘোড়ার গাড়ি। দুয়ে মিলে যেন নস্টালজিয়া। অথচ বর্তমানে সেই ঘোড়াগুলিরই কোনও যত্ন নেই। অর্থাভাবে প্রতিপালন বহুক্ষেত্রে কষ্টকর হয়ে যাচ্ছে বলেই দাবি ঘোড়া প্রতিপালকদের। এই পরিস্থিতিতে ভাইরাল মনখারাপের ছবি। কলকাতার রাস্তায় লুটিয়ে পড়ে রয়েছে শীর্ণ ঘোড়া। এই ঘটনার ছবি শেয়ার করে ঘোড়া মালিকের বিরুদ্ধে সরব পশুপ্রেমী সংগঠন PETA India। অভিযোগ পাওয়ার পরই ব্যবস্থা নিল পুলিশ।

    X হ্যান্ডেলে PETA India একটি ভিডিও শেয়ার করেছে। তাতে দেখা গিয়েছে, প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে কলকাতার রাস্তায় পড়ে রয়েছে একটি ঘোড়া। তাকে টানাটানি করে রাস্তা থেকে তোলার চেষ্টা চলছে। ওই ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশুসম্পদ উন্নয়নমন্ত্রী স্বপন দেবনাথ এবং কলকাতা পুলিশকে মেনশন করা হয়েছে। রুগ্ন ঘোড়াগুলিকে নিরাপদ আশ্রয়ে পাঠানোর আর্জি জানানো হয়। ঘোড়ার গাড়ির বদলে বৈদ্যুতিন যান চালুর দাবিও করা হয়।

    এই ঘটনা নিয়ে স্বাভাবিকভাবেই জোর শোরগোল। ঘটনার তীব্র নিন্দা করেছেন পশুপ্রেমীরা। অভিনেত্রী পূজা ভাট X হ্যান্ডেলে তীব্র নিন্দা করে লেখেন, “হৃদয়বিদারক। কড়া রোদ এবং ক্লান্তির জন্য ঘোড়াটিকে রাস্তায় টেনে নিয়ে যাওয়া হচ্ছে।” অবিলম্বে কলকাতার রাস্তায় ঘোড়ার গাড়ির ব্যবহার নিষিদ্ধ করার দাবিও জানানো হয়েছে।

    PETA India-র আর্জি নজর এড়ায়নি কলকাতা পুলিশের। X হ্যান্ডেলে দাবি করা হয়েছে, ভবানীপুর থানায় ঘোড়া প্রতিপালকের বিরুদ্ধে ভারতীয় পশু নিষ্ঠুরতা প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। ওই চালকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও পুলিশের তরফে জানানো হয়েছে। ঘোড়াটি বর্তমানে সুস্থ রয়েছে বলেই খবর।
  • Link to this news (প্রতিদিন)