• বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় জারি ধরপাকড়, গ্রেপ্তার আরও ১
    প্রতিদিন | ০২ মে ২০২৫
  • অর্ণব আইচ: বড়বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার আরও একজন। ধৃত খুরশিদ আলম কড়েয়ার বাসিন্দা। বছর বিয়াল্লিশের ওই ব্যক্তি হোটেলের ঠিকাদার। কড়েয়া এলাকায় নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এই নিয়ে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩।

    ঘটনার সূত্রপাত মঙ্গলবার সন্ধ্যায়। আচমকা বড়বাজারের মদন মোহন মেছুয়াবাজার ফলপট্টির একটি হোটেলে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। যুদ্ধকালীন তৎপরতায় কাজ শুরুর চেষ্টা করেন কর্মীরা। জানা যায়, হোটেলে কমপক্ষে ৪২ টি ঘর ছিল। অধিকাংশতেই ছিল না জানলা। ফলে ধোঁয়ায় বাড়ে বিপত্তি। একদিকে ভিতরে থাকা আবাসিকরা আটকে পড়েন। অন্যদিকে, দমকলকর্মীদের ভিতরে প্রবেশে হিমশিম দশা হয়। প্রায় আট ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। হাইড্রোলিক ল্যাডার দিয়ে ২৫ জনকে উদ্ধার করা হয়। ১৫ জনের মৃত্যু হয়।

    এই ঘটনার দেড়দিনের মাথায় বৃহস্পতিবার সকালে হোটেল মালিক আকাশ চাওলা এবং ম্যানেজার গৌরব কাপুরকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুন-সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের হয়েছে। ওইদিনই গ্রেপ্তার হয় ঠিকাদার। খুরশিদ আলম নামে ওই ব্যক্তিকে কড়েয়ায় তার নিজের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারই আদালতে পেশ করা হবে তাকে। এদিকে, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধন সেরে বৃহস্পতিবারই ক্ষতিগ্রস্ত হোটেল পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই হোটেলটির অগ্নিনির্বাপণ ব্যবস্থা যথাযথ ছিল না বলেই দাবি করেন।  যারা এই ঘটনায় যুক্ত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারিও দেন তিনি।  
  • Link to this news (প্রতিদিন)