প্রত্যাশামতো হয়নি রেজাল্ট, নম্বর কম হওয়ায় চরম সিদ্ধান্ত মাধ্যমিক পরীক্ষার্থীর!
প্রতিদিন | ০২ মে ২০২৫
শ্রীকান্ত পাত্র, ঘাটাল: মাধ্যমিকের রেজাল্ট প্রকাশের পর শুক্রবার সকালে এক পরীক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। মৃত ছাত্রের নাম ঋতম ঘোষ। ঘাটাল ব্লকের বীরসিংহ গ্রাম পঞ্চায়েতের গোপীনাথপুরের বাসিন্দা ওই কিশোর পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়াতেই আত্মহত্যা করেছে বলে দাবি। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, প্রত্যাশার তুলনায় নম্বর কম পাওয়ার পরই সিলিং ফ্যানে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়ে সে।
ওই পড়ুয়াকে দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, এবছর শ্রী অরবিন্দ বিদ্যামন্দির থেকে মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল ঋতম। পড়াশোনায় সো ভালোই ছিল। এদিকে ঋতমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই এলাকায় শোরগোল পড়ে যায়। জানা গিয়েছে, ঋতমের মা একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। এদিকে তার বাবাও সে সময় বাড়িতে ছিলেন না। বাড়িতে একাই ছিল ঋতম।
এদিন রেজাল্ট দেখার পর ঋতম জানতে পারে সে ৩৪৭ নম্বর পেয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে নম্বর কম পাওয়ার জন্য এত বড় একটা ঘটনা ঘটিয়েছে সে। এদিকে এই ঘটনার পর ভেঙে পড়েছে ঋতমের পরিবার। শুধুমাত্র নম্বর কম পাওয়ার জন্য এত বড় একটা অঘটন ঘটাতে পারে এটা আগে কেউ বুঝতে পারেনি বলেই দাবি তার পরিবারের।
এদিকে এই খবর ঋতমের স্কুলে পৌঁছলে সেখানেও শোকের ছায়া নেমে আসে। স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষক গৌতম জানা বলেন, “ছেলেটি পড়াশোনায় ভালোই ছিল। তবে নম্বর কম পাওয়ার জন্য সে এত বড় একটা ঘটনা কেন ঘটাবে সেটা বুঝতে পারিনি।”