• শখ ক্রিকেট দেখা, চিকিৎসক হওয়াই লক্ষ্য মাধ্যমিকে দ্বিতীয় অনুভবের
    প্রতিদিন | ০২ মে ২০২৫
  • বাবুল হক, মালদহ: উপন্যাস পড়া শখ। ক্রিকেট ম্যাচ দেখতেও ভীষণ ভালোবাসে মাধ্যমিকে দ্বিতীয় স্থানাধিকারী (WBBSE 10th Topper) অনুভব মণ্ডল। ভবিষ্যতে তাঁর লক্ষ্য চিকিৎসক হওয়া, মানুষের পাশে থাকা। যুগ্ম দ্বিতীয় সৌম্য পালের লক্ষ্য ইঞ্জিনিয়ারিং পড়ে গবেষনা করা।

    মালদহের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অনুভব বিশ্বাস। মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দিরের ছাত্র সে। বাবা অরূপ বিশ্বাস পেশায় মেডিক্যাল রিপ্রেজেন্টেটিভ। বর্তমানে তিনি রয়েছেন দিল্লিতে। অনুভবও পরীক্ষার প্রস্তুতির জন্য সেখানেই রয়েছে। সেখানে বসে দ্বিতীয় হওয়ার খবর পেয়ে স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত বিশ্বাস পরিবার। সংবাদ প্রতিদিন-এর তরফে যোগাযোগ করা হয়েছিল অনুভবের মায়ের সঙ্গে। ছেলের সাফল্যে গর্বিত রিমা দেবী। তিনি জানান, ছেলে বরাবরই পড়াশোনায় ভালো। কিন্তু ঘড়ি ধরে পড়াশোনা করতে পছন্দ করত না সে। অবসর সময়ে হয় ক্রিকেট দেখা নয়তো মেতে থাকত উপন্যাসে। চিকিৎসক হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করার লক্ষ্যেই এবার এগোচ্ছে অনুভব, জানালেন তার মা।

    এদিকে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে বাঁকুড়ার বিষ্ণুপুর হাই স্কুলের ছাত্র সৌম্য পাল। পড়া ছাড়া গানবাজনার শখ তার। সময় পেলেই রেওয়াজ করতে ভুলত না। স্বপ্ন গবেষনা করা। প্রসঙ্গত, এবারের মাধ্যমিকে নজর কাড়া ফল করেছে মালদহের রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির। ওই স্কুলের তিন পরীক্ষার্থী জায়গা করে নিয়েছে মেধাতালিকায়। দ্বিতীয় অনুভব, যুগ্ম অষ্টম সৃজন প্রামাণিক এবং অরিত্র সাহা।
  • Link to this news (প্রতিদিন)