• আইনজীবীদের লাঠিচার্জের অভিযোগ, ৭ IPS-এর বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি
    প্রতিদিন | ০২ মে ২০২৫
  • গোবিন্দ রায়: পার্কিং নিয়ে গন্ডগোলের জেরে আইনজীবীদের উপর লাঠিচার্জের অভিযোগে এবার সাত আইপিএসের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল কলকাতা হাই কোর্ট। আগামী ২৫ জুন তাঁদের হাই কোর্টে সশরীরে হাজিরা দিতে হবে। জানা যাচ্ছে, আইপিএস ভাবনা গুপ্ত, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সরওয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষি দত্ত ? এই ৭ পুলিশ আধিকারিকের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ।

    ঘটনা ঠিক কী? কী কারণে সাত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হল? জানা যাচ্ছে, ২০১৯ সালের ২৪ এপ্রিল হাওড়া পুরসভা চত্বরে বাইক রাখাকে কেন্দ্র করে একদল আইনজীবী ও পুরসভার কর্মীদের মধ্যে গন্ডগোল শুরু হয়। যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে দেখে পুলিশ লাঠিচার্জ করে। আইনজীবীরা তাতে আক্রান্ত হন বলে অভিযোগ। কয়েকজন আইনজীবী লাঠির ঘায়ে আঘাতও পান। এনিয়ে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করে আদালত।

    তার তদন্তে নেমে শুক্রবার, ২ মে, সাত পুলিশ অফিসারের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি হল। ভাবনা গুপ্ত, বিশাল গর্গ, ভিএসআর অনন্ত নাগ, গুলাম সরওয়ার, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, বিপিন তামাং, রাজর্ষি দত্তকে আদালতে উপস্থিত হতে হবে। সেই দিনক্ষণ স্থির হয়েছে আগামী ২৫ জুন। ওইদিন হাই কোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং অরিন্দম মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের সামনে ওই সাতজনকে হাজিরা দিয়ে জানাতে হবে কেন আদালত তাঁদের বিরুদ্ধে অবমাননার অভিযোগে পদক্ষেপ করবে না।
  • Link to this news (প্রতিদিন)