বিচারপতি বসু এবং বিকাশ-সহ আইনজীবীদের ‘হেনস্তা’য় অনুসন্ধানের নির্দেশ হাই কোর্টের
প্রতিদিন | ০২ মে ২০২৫
গোবিন্দ রায়: বিচারপতি বিশ্বজিৎ বসুর অবমাননা এবং আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য-সহ একাধিক আইনজীবীকে হেনস্তার অভিযোগ। কলকাতার পুলিশ কমিশনার মনোজ বার্মাকে অনুসন্ধানের নির্দেশ কলকাতা হাই কোর্টের। যারা এই ঘটনায় যুক্ত তাদের শনাক্ত করে রিপোর্ট পেশ করার নির্দেশ। আগামী ১৯ মে রিপোর্ট পেশ করতে হবে।
সুপার নিউমেরারি পদে উচ্চ প্রাথমিক নিয়োগ মামলা নিয়ে ঘটনার সূত্রপাত। উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীদের একাংশের দাবি, দিনের পর দিন কাটলেও মামলার সুরাহা হয়নি কিছুই। হাই কোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর সঙ্গে আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের যোগসাজশে মামলা বিলম্বিত হচ্ছে বলে অভিযোগ। এই অভিযোগে বিকাশরঞ্জন ভট্টাচার্যের চেম্বারের বাইরে বিক্ষোভ দেখান বেশ কয়েকজন চাকরিপ্রার্থী।
শুক্রবার বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে ছিল মামলার শুনানি। বিচারপতি এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করেন। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে এবং আইনজীবীদের নিরাপত্তা বিঘ্নিত না হয় তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয় কলকাতার পুলিশ কমিশনারকে। এই ঘটনার প্রেক্ষিতে রাজু দাস, শুভেন্দু দাস, অতনু রায়, তপনকুমার মণ্ডল, চন্দন মৃদ্দা, শিবানী কুইট্টি, সঞ্জয় বৈরাগী ও কুণাল ঘোষকে নোটিশ পাঠানোর নির্দেশ দেয় আদালত। এই আটজন তাঁদের নিজেদের বক্তব্য হলফনামা দিয়ে আদালতে জানাতে পারবেন। এছাড়া ওল্ড পোস্ট অফিস স্ট্রিট এবং কিরণশংকর রায় রোডের সিসিটিভি ফুটেজ সংরক্ষণের নির্দেশ পুলিশকে দেয় আদালত।