আর্বজনার স্তূপে বালতিতে পড়ে সদ্যোজাত! তুমুল শোরগোল তপসিয়ায়
প্রতিদিন | ০২ মে ২০২৫
অর্ণব আইচ: আর্বজনার স্তূপে বালতিতে মিলল সদ্যোজাত! ঘটনাকে কেন্দ্র করে তুমুল শোরগোল তপসিয়া এলাকায়। কোথা থেকে এল ওই শিশুটি? জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। এদিকে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে উঠে এসছে এক যুগলের কথা।
তপসিয়ার রায়চরণ পাল লেনের নির্দিষ্ট একটা জায়গায় দীর্ঘদিন ধরেই আবর্জনা ফেলা হয়। শুক্রবার সকালে সেখানেই আচমকা একটা বালতি পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাতে সন্দেহ হয়। কাছে যেতেই দেখেন, বালতিতে একটি সদ্যোজাত। স্বাভাবিকভাবেই প্রবল শোরগোল ছড়িয়ে পড়ে। স্থানীয়রা খবর দেন থানায়। তপসিয়া থানার পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যায়। এরপরই ঘটনার নেপথ্যে কে বা কারা, তা জানত শুরু হয় তদন্ত। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জিজ্ঞাসাবাদে প্রকাশ্যে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, এক যুবক ও যুবতী বাইকে করে এসে বালতিটি ফেলে গিয়েছিলেন। যদিও তাতে কী ছিল তা কেউ দেখেননি। পরে প্রকাশ্যে আসে গোটা বিষয়টা। কিন্তু কারা ওই যুবক-যুবতী? সন্তান কি তাঁদেরই? নেপথ্যে লুকিয়ে থাকা রহস্যের সন্ধানে পুলিশ। আপাতত যুগলের হদিশ পাওয়ার চেষ্টা করছেন তদন্তকারীরা। সেই কারণে খতিয়ে দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ।