সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিলীপ ঘোষের দিঘা সফর ঘিরে চর্চা তুঙ্গে। আক্রমণ-পালটা আক্রমণ চলছেই। এই পরিস্থিতিতে ফের সাংসদ সৌমিত্র খাঁকে একহাত নিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। বললেন, “যারা গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে সকালে অন্যজনের কাছে যায়, তাঁর কাছে জ্ঞান শুনব না।” এখানেই শেষ নয়। ‘দাবাং’ দিলীপ বললেন, “ওসব লোককে বিজেপি পোষে।” যদিও পালটা দিতে ছাড়েননি সৌমিত্র। তিনি বললেন, “দিলীপ ঘোষ বাংলার রাজনীতির ক্লোজড চ্যাপ্টার।”
দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে প্রবল বিতর্কের মুখে বিজেপি নেতা দিলীপ ঘোষ। দলের তাবড় তাবড় নেতা থেকে কর্মী-সমর্থক, সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন অনেকেই। মুখ্যমন্ত্রীর সঙ্গে সস্ত্রীক দিলীপের আড্ডার ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে দলবদলের জল্পনা। সৌমিত্র খাঁ তাঁকে ‘ভোগী’ বলে আক্রমণ করেছিলেন। পালটা দিতে ছাড়েননি দিলীপও। সৌমিত্রর চরিত্র নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে বিষ্ণুপুরের সাংসদকে ফের তুলোধোনা করলেন দিলীপ। বললেন, “গোটা রাত একজনের সঙ্গে কাটিয়ে, সকালে অন্য জায়গায়…। এসব লোক আমাকে জ্ঞান দেবে! বিজেপিতে এসব লোককে পুষে রেখেছি। যারা রোজ পার্টি পালটায় তাঁদের জ্ঞান শুনি না।”
এখানেই শেষ নয়। তিনি আরও বলেন, “একটা সময়ে যারা মমতার বাড়ির সামনে লাইন দিয়ে বসে থাকতেন তাঁরা দিলীপকে জ্ঞান দেবে! দিলীপ সচ্চা হিন্দু নেতা।” পালটা দিলেন সৌমিত্রও। এপ্রসঙ্গে বিজেপি সাংসদ বললেন, “ওনাকে নিয়ে আমি আর কিছুই বলতে চাই না। দিলীপ ঘোষ বাংলার রাজনীতির ক্লোজড চ্যাপ্টার।”