সারি সারি সিলিন্ডার দেখে ক্ষুব্ধ মমতা, ম্যাগমা হাউসের ৬ রেস্তোরাঁয় তালা
হিন্দুস্তান টাইমস | ০২ মে ২০২৫
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় অসন্তোষ প্রকাশ করতেই কলকাতার পার্ক স্ট্রিটের ম্যাগমা হাউসের ছ'টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয় হল। এই ঘটনা ঘটেছে গতকাল । বড়বাজারের ঋতুরাজ হোটেলে আগুন লেগে ১৪ জনের মৃত্যুর জেরেই এই পদক্ষেপ করা হল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। কারণ, ওই ছ'টি রেস্তোরাঁর বিরুদ্ধেও অগ্নি নির্বাপণ বিধি না মানার অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, মঙ্গলবার রাতে বড়বাজারের একটি হোটেলে আগুন লাগে। সেই ঘটনায় আগুন ঝলসে, ধোঁয়ায় দমবন্ধ হয়ে এবং হোটেলের উপর থেকে নীচে ঝাঁপ মেরে মোট ১৪ জনের প্রাণ যায়। এই ঘটনার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্য়ায় দিঘায় ছিলেন। সেখানে নয়া জগন্নাথ মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন তিনি।
সেই পর্ব মিটতেই বৃহস্পতিবার কলকাতা ফেরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। শহরে ফিরেই প্রথমে মেছুয়া বাজার যান মুখ্যমন্ত্রী। সেখানকার বহুতলগুলির অবস্থা খতিয়ে দেখেন তিনি। সেখান থেকে চলে যান পার্ক স্ট্রিট। সেখানেই কয়েকটি রেস্তোরাঁর ব্যবস্থাপনা দেখে অসন্তোষ প্রকাশ করেন তিনি। রেস্তোরাঁর সামনেই সারি সারি গ্যাস সিলিন্ডার রাখা ছিল। যা দেখে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন মমতা।
তাঁর বক্তব্য, এভাবে যদি সিলিন্ডার মজুত করে রাখা হয়, আর কোনওভাবে যদি আগুন লেগে যায়, তাহলে তো হাজার হাজার মানুষের প্রাণ চলে যাবে। তিনি সাফ জানিয়ে দেন, এভাবে সিলিন্ডার মজুত করা যাবে না। পাশাপাশি, তিনি এও বলেন, রেস্তোরাঁ বা হোটেলগুলির ছাদ আটকে রাখা যাব না। সেগুলি খোলা রাখতে হবে। আপতকালীন পরিস্থিতি মোকাবিলা এবং সেই সময় যাতায়াতের যথাযথ ব্যবস্থা রাখতে হবে।
অভিযোগ, ম্যাগমা হাউসে রেস্তোরাঁগুলির সামনে যে শুধুমাত্র সিলিন্ডার মজুত করে রাখা ছিল, তাই নয়। ছাদ আটকে রুফটপ রেস্তোরাঁও করা হয়েছে সেখানে। মুখ্যমন্ত্রী সাফ জানিয়ে দেন, নিরাপত্তার স্বার্থে এসব করা যাবে না। এরপরই বৃহস্পতিবার ম্যাগমা হাউসের ছ'টি রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয় প্রশাসনের তরফে। যদিও রেস্তোরাঁগুলির বক্তব্য, তাদের কাছ লাইসেন্স আছে। ফায়ার অ্য়ালার্ম সচল রয়েছে। তাই, আগুন লাগার কোনও সম্ভাবনা নেই। তাদের আশা, প্রশাসনের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমেই এই সমস্যার সমাধান পাওয়া যাবে।
প্রসঙ্গত, বৃহস্পতিবারই মমতা নির্দেশ দিয়েছিলেন, রাজ্যের দমকল মন্ত্রী, কলকাতার মেয়র, পুলিশ প্রশাসনের শীর্ষ কর্তা এবং সংশ্লিষ্ট রেস্তোরাঁগুলির মালিক পক্ষকে আলোচনায় বসতে হবে এবং আলোচনার মাধ্যমেই সবকিছু ঠিকঠাক করতে হবে।