• বাংলা, ইতিহাসে ১০০-তে ১০০, অঙ্ক-ইংরেজিতে কত পেলে মাধ্যমিকে তৃতীয় ঈশানী?
    এই সময় | ০২ মে ২০২৫
  • বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে ভালোবাসে মাধ্যমিকে তৃতীয় ঈশানী চক্রবর্তী। তার ইচ্ছে, পদার্থবিদ্যা নিয়ে ভবিষ্যতে গবেষণা করার। সময় বেঁধে নয়, বরং রুটিনমাফিক পড়াশোনা করাই তার অভ্যাস। পড়াশোনার চাপে ছবি আঁকারও আর সময় পায় না সে। শুক্রবার নিজের সমস্ত পরিশ্রমের ফল পেল বাঁকুড়ার কোতুলপুরের বাসিন্দা ঈশানী। ৭০০ নম্বরের মাধ্যমিক পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৯৩। কোন বিষয়ে কত নম্বর পেল ঈশানী?

    বাঁকুড়ার কোতুলপুর সরোজবাসিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী ঈশানী। কোন বিষয়ে কত পেয়েছে সে?

    বাংলা: ১০০

    ইংরেজি: ৯৭

    অঙ্ক: ৯৯

    ভৌতবিজ্ঞান: ৯৮

    জীবন বিজ্ঞান: ১০০

    ইতিহাস: ১০০

    ভূগোল: ৯৯

    ঈশানী বিশ্বাস করে, নিজের উপর আত্মবিশ্বাস থাকলে সব সম্ভব। কী ভাবে নিজের সেরাটা দেওয়া যায় সেই চেষ্টাই সব সময়ে করে চলেছে কৃতী ছাত্রী।

    নিজের রেজ়াল্ট দেখার পর কী বলছে ঈশানী? সে বলে, ‘আমি আশা করেছিলাম ৯৭ শতাংশ পাব। কিন্তু এতটা আশা করিনি। আজকে আমার সাফল্যের পিছনে সবচেয়ে বড় অবদান আমার মা-বাবা ও শিক্ষক-শিক্ষিকাদের।’

    কৃতী ছাত্রীর মা ও বাবা দু’জনেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত। যৌথ পরিবারে বড় হওয়া ঈশানীর বাবা-মা খুশি মেয়ের সাফল্যে। রেজ়াল্ট বেরোনোর পরে এখন কোন স্কুলে সে ভর্তি হবে সেই নিয়ে চিন্তাভাবনা চলছে।

  • Link to this news (এই সময়)