শুক্রবার ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রতি বছরের মতো চলতি বছরেও পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফে প্রকাশ করা হয়েছে মাধ্যমিকের মেধা তালিকা। এই বছর মেধা তালিকার প্রথম ১০-এ স্থান পেয়েছে মোট ৬৬ জন ছাত্রছাত্রী। তার মধ্যে তিনজন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। প্রতি বছরের মতো এ বারেও মেধা তালিকায় জায়গা করা নিয়েছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন।
জানা গিয়েছে, পঞ্চম স্থানে রয়েছে দু'জন। চৌধুরী মহম্মদ আসিফ এবং সোমতীর্থ করণ। তাদের প্রাপ্ত নম্বর ৬৯১। আসিফ কামারপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র এবং সোমতীর্থ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র।
এ ছাড়াও অষ্টম স্থানে রয়েছে পুষ্পক রত্নম। তার প্রাপ্ত নম্বর ৭০০-মধ্যে ৬৮৮। সেও নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র। পুষ্পক বিহারের বাসিন্দা। কিন্তু ছোট থেকেই রামকৃষ্ণ মিশনের শিক্ষা ও অনুশাসনের প্রতি টান ছিল তার। সেই কারণেই রামকৃষ্ণ মিশনে ভর্তি হওয়া। এ ছাড়াও সামগ্রিকভাবে মিশনের ফলাফলও খুব ভালো।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের প্রধান শিক্ষক মহারাজ ইস্টেসানন্দ বলেন, ‘মেধা তালিকায় যাদের নাম রয়েছে, তারা বেশ ভালো ফল করেছে। আরও বেশ কয়েকজন মেধা তালিকায় আসতে পারত। তবে গত বছরের তুলনায় এ বছরে মাধ্যমিকে ফল ভালো হয়েছে। আমরা খুব খুশি।’