• ওডিশায় বাংলার শ্রমিকদের উপর হামলা, অমিত শাহকে কড়া চিঠি ইউসুফ পাঠানের
    এই সময় | ০৩ মে ২০২৫
  • ওড়িশায় বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপ দাবি করে তাঁকে কড়া চিঠি দিলেন তৃণমূল সাংসদ ইউসুফ পাঠান। চিঠিতে ৪ দফা পদক্ষেপের দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি ওডিশার বিজেপি সরকারের দিকেও আঙুল তুলেছেন তিনি। ইউসুফ দাবি করেছেন, ধর্ম পরিচয় জেনে ওই শ্রমিকদের উপর হামলা হয়।

    ২৭ এপ্রিল লেখা চিঠিতে ইউসুফ লিখেছেন, ‘গভীর উদ্বেগের সঙ্গে আপনাকে এই চিঠি লিখছি। পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের উপর হিংসার ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে, বিশেষ করে আমার নির্বাচনী এলাকা বহরমপুর, মুর্শিদাবাদ ও আশেপাশের জেলার শ্রমিক যাঁরা সম্প্রতি ওডিশা থেকে ফিরে এসেছেন, তাদের ওপর যেভাবে হামলা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগের।’

    বিজেপি সরকার ক্ষমতায় আসার পর এই ধরনের হামলার ঘটনা বেড়েছে বলে দাবি করেছেন ইউসুফ। তাঁর কথায়, ‘বিজেপি ক্ষমতায় আসার পর থেকে ‘কিছু সংগঠিত গোষ্ঠী পশ্চিমবঙ্গের শ্রমিকদের উপর অনবরত আক্রমণ চালাতে শুরু করেছে।’ সঙ্গে তিনি যোগ করেছেন, ‘অনেককে রাতের বেলা আক্রমণ করা হয়েছে। মোবাইল ফোন, টাকাপয়সা লুট করে আধার কার্ড ছিঁড়ে ফেলে দেওয়া হয়। জোর করে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে অনেককে।’

    ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে, বিশেষ করে মুসলিম শ্রমিকদের নিশানা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ইউসুফ। তাঁর মতে, এটা ভারতের সংবিধানের ‘একতা, অখণ্ডতা এবং সৌভ্রাতৃত্বের মৌলিক নীতির’ লঙ্ঘন। এর পরেই ৪ দফা দাবির কথা জানিয়েছেন ইউসুফ পাঠান।

    কী সেই চার দফা দাবি?

    ১) ওডিশা রাজ্য সরকারকে দোষীদের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিতে হবে।

    ২) প্রভাবিত জেলাগুলিতে সমস্ত পরিযায়ী শ্রমিকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে হবে।

    ৩) এই হিংসার মূল কারণ ও ব্যাপকতা তদন্তের জন্য একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক দল গঠন করতে হবে।

    ৪) পশ্চিমবঙ্গে ফিরে আসা শ্রমিকদের জন্য প্রয়োজনীয় ত্রাণ ও পুনর্বাসন সহায়তা প্রদান করতে হবে।’

    এপ্রিলে ওয়াকফ বিরোধী বিক্ষোভ থেকে ব্যাপক হিংসা ছড়িয়েছিল মুর্শিদাবাদে। সেই সময় তাঁর ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন তুলেছিল রাজনৈতিক মহলের একাংশ। শুধু তাই নয়, তাঁর নিশ্চিন্তে চা-পানের ছবি পোস্ট করা নিয়ে ধেয়ে এসেছিল কটাক্ষও। তবে এ বার বাঙালি পরিযায়ী শ্রমিকদের উপর হামলার ঘটনায় সরব হতে দেখা গেল সাংসদকে।

  • Link to this news (এই সময়)