• নিউ টাউনে ফের অগ্নিকাণ্ড, সেন্ট্রাল মলের কাছেই লাগল আগুন
    এই সময় | ০৩ মে ২০২৫
  • ফের শহরে অগ্নিকাণ্ড। আচমকা নিউ টাউনের জমজমাট এলাকায় ছড়াল আগুনের আতঙ্ক। জানা গিয়েছে, শুক্রবার সন্ধেয় নিউ টাউনের হোমটাউন এবং সেন্ট্রাল মলের কাছে স্কুটি চার্জিং পয়েন্টে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যে দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। সঙ্গে সঙ্গে এলাকায় ছড়ায় আতঙ্ক। খবর যায় পুলিশ ও দমকলে।

    খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউন থানার পুলিশ। আসে দমকলও। টিন দিয়ে ঘেরা ইলেকট্রিক স্কুটি চার্জিংয়ের গোটা জায়গাটা তখন দাউদাউ করে জ্বলছে। জোর হাওয়ায় বাড়ছে আগুনের লেলিহান শিখা। পাশেই মল থাকায় আগুন যাতে সেদিকে ছড়িয়ে না পড়ে তাই দ্রুত জল ছেটাতে শুরু করে দমকলের দুটি ইঞ্জিন। ততক্ষণে কালো ধোঁয়ায় ভরে গিয়েছে গোটা এলাকা।

    ওই এলাকার কাছাকাছি একাধিক মল, ফুড স্ট্রিট থাকায় প্রতিদিনই ওই এলাকা থাকে জমজমাট। অনতিদূরে এদিন চলছিল একটি ফুড ফেস্টিভ্যালও। আগুন লাগার খবর পেয়ে সেখানে হাজির হয় অনেকে। আগুন ছড়িয়ে পড়া নিয়েও আতঙ্কে পড়েন অনেকে। যদিও দমকলের দুটি ইঞ্জিনের প্রচেষ্টায় শীঘ্রই নিয়ন্ত্রণে আসে আগুন। প্রাথমিক অনুমান শর্টসার্কিটের কারণেই লেগেছে এই আগুন। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা যায়নি। পুরো জায়গাটি খতিয়ে দেখছে দমকল।

    উল্লেখ্য, এদিন সকালেই সল্টলেকের সেক্টর ৫-এ ঘটে ভয়াবহ অগ্নিকাণ্ড। জানা গিয়েছে একটি রাসায়নিক কারখানায় আগুন লেগে ঘটে বিপত্তি। আশপাশে বেশ কিছু অফিস থাকায় ছড়ায় আতঙ্ক। দ্রুত দমকল ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন। ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসুও।

  • Link to this news (এই সময়)