• ভুট্টা ক্ষেতে লাল ট্রলি ব্যাগ, ভিতরে ‘দলা পাকানো’ লাশ!
    আজকাল | ০৩ মে ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: বাগুইআটির পর এবার উত্তর দিনাজপুরের ইসলামপুর। পাওয়া গেল ট্রলিব্যাগে দেহ। শুক্রবার ইসলামপুর থানার সোনাখোদা এলাকার একটি ভুট্টাখেতের মধ্যে একটি লাল ট্রলিব্যাগ পড়ে থাকতে দেখা যায়। তার ভিতরেই ছিল দলা পাকানো একটি দেহ। খবর  পেয়ে পুলিশ আসে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন সোনাখোদা এলাকার ভুট্টাখেতে  স্থানীয় লোকজন ওই ট্রলিব্যাগ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে ট্রলিব্যাগ খুলতেই উদ্ধার হয় দেহ। দেহটি পুরুষের। বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫-এর মধ্যে। নাম পরিচয় জানা যায়নি।

    প্রাথমিক তদন্তে দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। অন্য জায়গায় শ্বাসরোধ করে তাঁকে খুন করে ভুট্টাখেতে ফেলে যাওয়া হয়েছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। 

    স্থানীয় বাসিন্দা অমিত পাল বলেন, 'আমি বাজার যাচ্ছিলাম। সেই সময় বড় একটা লাল রঙের ট্রলি দেখলাম। একটু সন্দেহ হয়েছিল। এরপর বাজার থেকে মাছ কিনে বাড়ি ফিরে শুনতে পাই ট্রলিব্যাগে একটি দেহ পাওয়া গিয়েছে।' 

    উল্লেখ্য, রাজ্যে একের পর ট্রলিব্যাগে দেহ উদ্ধার হচ্ছে। আহিরীটোলা ঘাটে দেহ ফেলতে এসে গ্রেপ্তার হন দুই মহিলা।  বাগুইআটিতে একটি ট্রলিব্যাগে একটি  দেহ উদ্ধার হয়। এবার ইসলামপুরে এক ব্যক্তির দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য।
  • Link to this news (আজকাল)